Tuesday, May 12, 2015

নেপালে আবার ৭.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

আবারও ৭ দশমিক ৪ মাত্রার
ভূমিকম্পে কেঁচে উঠলো নেপাল।
প্রথমে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
রেকর্ড করা হলেও পরে মার্কিন
ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর তা ৭
দশমিক ৪ বলে নির্দিষ্ট করে। এর
উৎপত্তিস্থল ভূমি থেকে ১৯
কিলোমিটার গভীরে। নেপালের
নামচি বাজারের ৬৮ কিলোমিটার
পশ্চিমে এভারেস্ট বেস ক্যাম্পের
নিকটে এই ভূমিকম্পের
উৎপত্তিস্থল।
এই বড় ধরনের ভূমিকম্পে কেঁপে
উঠেছে বাংলাদেশের রাজধানী
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। আজ
মঙ্গলবার দুপুর ১টা ৯ মিনিটে এ
ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবন
কেঁপে উঠলে আতঙ্ক তৈরি হয়।
মঙ্গলবার দুপুর ১টা ৭ মিনিটের
দিকে রাজধানী ঢাকা, রাজশাহী,
রাজবাড়ী, যশোর, ঠাকুরগাঁও,
মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে
এ ভূমিকম্প অনুভূত হয়।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে
ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এ
ছাড়া দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গসহ
ভারতের বিভিন্ন স্থানে ভূমিকম্প
অনুভূত হয়েছে। জানা গেছে ভারতে
৬.৯ মাত্রায় এই ভূমিকম্প আঘাত
হানে
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল নেপালে ৭
দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের
আঘাতে ৮০৪৬ জন নিহত এবং ১৭ হাজার
৮ শ জন আহত হন।

0 comments:

Post a Comment