Monday, May 18, 2015

কানের লালগালিচায় সিরাজগঞ্জের রিত মজুমদার

চোখ ধাঁধানো কান উৎসবে এখন
চলছে লালগালিচার প্রদর্শনী।
প্রতিদিন বিশ্বখ্যাত কে কে এবং
কতজন গালিচায় পা রাখছেন,
কেমন তাদের সাজের বহর, কার কত
জমকালো রূপের জৌলুস- এসব
নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।
দর্শকরাও মেতে আছেন
ভিভিআইপি তারকা নিয়ে। ঠিক এই
বাস্তবতায় লালগালিচায় পা
রেখেছিলেন বাংলাদেশের
সিরাজগঞ্জের মেয়ে রিত
মজুমদার। তিনি ‘পরবাসিনী’
চলচ্চিত্রের নায়িকা। বিনোদন
জগতের সাড়া জাগানো ৬৮তম
আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব
ফ্রান্সের দক্ষিণ শহর কানে শুরু
হয়েছে গত ১৩ মে থেকে। চলবে ২৪
মে পর্যন্ত। আর লাল গালিচায় রিত
হাজির হয়েছিলেন ১৬ মে দুপুরে।
বাংলাদেশের ‘পরবাসিনী’ ছবিতে
দেখা যাবে এই রিতকে। এটি
পরিচালনা করেছেন স্বপন আহমেদ।
রিত অভিনয় করেছেন ইমনের সঙ্গে।
এর দৃশ্যধারণ হয়েছে ফ্রান্স,
সুইজারল্যান্ড, বেলজিয়াম,
নেদারল্যান্ডস ও জার্মানিতে।
বাংলাদেশ আর ভারতেও কাজ
হয়েছে। ‘পরবাসিনী’ রিতের প্রথম
বাংলা ছবি। এর আগে তার
অভিনীত ইতালিয়ান ছবি ‘ভিসিবল
ব্রা স্ট্রাপস’, ফরাসি ছবি ‘দ্য
অভা’, ইংরেজি ছবি ‘সোয়েন’
মুক্তি পেয়েছে। এখন তিনি কাজ
করছেন ইশান্ত ত্রিবেদি
পরিচালিত হিন্দি ছবি ‘আই কিল্ড
হিম’-এ। সামনে জরজ রামিরেজ ও
অজিতেশ শর্মার পরিচালনায়
‘ভিসিবল ব্রা স্ট্রাপস টু’ ছবিতেও
কাজ করবেন। এ ছাড়া রণবীর
কাপুরের সঙ্গে প্যানাসনিক আর
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে
ইন্ডিয়ান অয়েলের
বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।
বাংলা, হিন্দি আর ইংরেজির
পাশাপাশি অনর্গল স্প্যানিশ বলতে
পারেন রিত। তার আন্তর্জাতিক
কাজগুলো ব্যবস্থাপনা করে
মেক্সিকোর একটি এজেন্সি।
কানে মার্শে দু ফিল্ম বিভাগে
জুরিদের নির্বাচনে নবীণ
উদীয়মান তারকা হিসেবে অন্যদের
মতো বেছে নেওয়া হয় রিতের
মুখও। এর সুবাদেই আন্তর্জাতিক
কাজগুলো করতে পারছেন তিনি।
তাই কানের প্রতি তার আছে
অন্যরকম টান। এ নিয়ে তৃতীয়বার
কানে এলেন তিনি। রিতের আদি
বাড়ি বাংলাদেশের
সিরাজগঞ্জে। নানা-নানী
কলকাতার হলেও তার দাদা
নিকুঞ্জ ভট্টাচার্য ছিলেন
এপারের নাগরিক। চলচ্চিত্র
সম্পাদক হিসেবে তার খ্যাতি
ছিল। এটা ষাটের দশকের কথা।
তার মৃত্যুর পর টালিগঞ্জ পাড়ায়
দুদিন সব কাজ বন্ধ ছিল। রিত বেড়ে
উঠেছেন নানা-নানীর কাছে।
তিনি উচ্চাঙ্গ নৃত্য শিখেছেন।
অভিনয়ের প্রতি আগ্রহ জন্মাবার
কারণ নিয়ে বলেন, ‘এটা অনেকটা
গল্পের বইয়ের মতো। আমরা যখন
গল্পের বই পড়ি তখন ওটার চরিত্রে
নিজেকে ভেবে নিই। আরেকটা বই
পড়লে তখন ওইটার চরিত্রে ঢুকে
পড়ি। অভিনয় শিল্পীদের বেলায়ও
অনেকটা তেমন।’
রিতের আশা, বাংলায়
‘পরবাসিনী’ আর হিন্দিতে ‘আই
কিল্ড হিম’ দুটি আলাদা দেশের
চলচ্চিত্র শিল্পে তার যাত্রাটা
হবে কাছাকাছি সময়ে। সে জন্য
তিনি উচ্ছ্বসিত। স্বপনের ছবিটি
মুক্তি পেলে বাংলাদেশে আসতে
চান তিনি। বলেন, ‘দাদাবাড়ি
দেখতে খুব ইচ্ছে করে। একবার
ভিসাও লাগিয়েছিলাম। কিন্তু
হঠাৎ কাজ পড়ে যাওয়ায় তা
বাতিল করতে হয়েছে। আমার
কাছে দুটো দেশ একই মনে হয়।
আমাদের ভাষাও এক। পরবাসিনীর
কাজ করার সময় স্বপন আর ইমনের
সঙ্গে বাংলাতেই কথা বলতাম।
ঘরে থাকলে মা-বাবার সঙ্গে
কিন্তু বাংলাতেই কথা বলি।’

0 comments:

Post a Comment