Thursday, October 24, 2013

একডালায় আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে আহত ২৫

সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লায় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে আবারও দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ১০টি বাড়ী ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। আহতদের মধ্যে শওকত (২৫), মঞ্জু (২৬), ইনসান (২৮), আফজাল (২৫), ইনতেহার (২২), সাদ্দাম (২২), ফরিদূল (২৬), মানিক (২৮), রিপন (২৩), আকন্দ (৩০), জুয়েল (২৭), সুমন (২৪), শামীম (২৫)কে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফি ভুইয়ার সাথে একডালা ধোপাবাড়ী মহল্লার ছাত্রলীগ ও যুবলীগের সাদ্দাম, সুমন, মানিক, নাসির, রুবেল ও রাসেলের সাথে রাজনৈতিক কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত শুক্রবার রাতে শাফি ভুইয়ার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত একডালা মহল্লার আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে দফায় দফায় সংর্ঘষ হয়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে একডালা মহল্লার শওকতের চায়ের দোকান, মঞ্জু, ইনসান, আফজাল ও ইনতেহার ও হক মাষ্টারের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় ৩০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নি্েক্ষপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে একডালা ও ধোপাবাড়ী মহল্লায় আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও পুলিশ চলে আসার আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


0 comments:

Post a Comment