Saturday, October 26, 2013

হরতাল পান্তাভাত-মায়া: খালেদা সংঘাতের পথ বেছে নিলেন-নাসিম

বাংলাদেশের বিরোধী দলীয় জোট ঘোষিত টানা তিন দিনের হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় আজ বিকেলে বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া হরতাল কর্মসূচি ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ১৮ দলীয় জোটেরে টানা তিন দিনের ডাকা হরতাল রাজপথে মোকাবেলা করতে হবে। তাদেরকে ঘর থেকে বের হতে দেয়া হবে না। তিনি বলেন, খালেদা জিয়ার এই অবৈধ আবদারের হরতাল জনগণ মানবে না। এটি এখন পানতা ভাত। শেখ হাসিনার গণতান্ত্রিক প্রস্তাবনার অধীনেই তাকে নির্বাচনে আসতে হবে। এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার সংলাপের আহ্বানে সাড়া না দিয়ে খালেদা জিয়া সংঘাতের পথ বেছে নিয়েছেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বিএনপিকে হরতাল প্রত্যাহার করে সংলাপের জন্য আহ্বান জানান। নাসিম বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে খালেদা জিয়া যুদ্ধাপরাধী জামায়াতকে সঙ্গে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অযৌক্তিক। যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ গণতন্ত্রের দিকে এগুচ্ছে এবং একটি সমঝোতায় পৌঁছার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঠিক তখনই বেগম জিয়া সংঘাতের পথ বেছে নিলেন। তিনি বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি সরকারকে অবৈধ বলার কে? সাংবিধানভাবে সরকার দেশ পরিচালনা করছে। আপনারা অসাংবিধানিক কথা বলছেন। নাসিম বলেন, একটি নির্বাচিত সরকার কখনো অবৈধ হতে পারে না। বরং আপনাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড অবৈধ। ///http://bangladeshpress.com/news/view/4320

0 comments:

Post a Comment