Friday, October 11, 2013

শনিবার আঘাত হানবে পাইলিন :সিরাজগঞ্জ প্রতিদিন

ঘূর্ণিঝড় পাইলিন শনিবার সন্ধ্যার দিকে ভারতের ওপর দিয়ে বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তি জোগাচ্ছে পাইলিন। আবহাওয়া বিশেষজ্ঞেরা বলছেন, ভারতের পূর্ব উপকূলীয় উড়িষ্যা ও দক্ষিণ-পূর্ব উপকূলীয় অন্ধ্র প্রদেশে ২০৫ থেকে ২১৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঝড়টি। ঝড়টি বাংলাদেশে আঘাত হানবে কিনা-এ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে সতর্কতা হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাইলিনের অবস্থান ছিল দক্ষিণপূর্বাঞ্চলীয় পারাদিপ থেকে ৬৫০ কিলোমিটার, গোপালপুর থেকে ৭০০ কিলোমিটার এবং পূর্ব-দক্ষিণপূর্বাঞ্চলীয় কলিঙ্গপাটনাম থেকে ৭০০ কিলোমিটার দূরে। শুক্রবার সকালে ঝড়টি অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ভিসাক্ষাপাটনাম থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করেছে বলে জানিয়েছে ভারতের একটি সংবাদ মাধ্যম। পাইলিন মোকাবেলায় আগাম সতর্ক ব্যবস্থা নিচ্ছে অন্ধ্র ও উড়িষ্যা প্রদেশ সরকার। উড়িষ্যা সরকার প্রতিরোধমূলক কাজ শুরু করেছে। ডিজাস্টার র‌্যাপিড অ্যাকশন ফোর্সকে মাঠে নামিয়েছে। রাজ্যের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী। কর্তৃপক্ষকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে খাদ্য ও ত্রাণ সামগ্রী মজুদ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। জেলা প্রশাসকদের স্যাটেলাইট ফোন দেওয়া হয়েছে যেন সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে তাদের যোগাযোগ ব্যাহত না হয়। উড়িষ্যার ১৪টি জেলার সরকারি কর্মকর্তাদের পূজার ছুটি বাতিল করা হয়েছে। এসব জেলা হচ্ছে-পুরি, খুরদা, নয়াগঢ়, গঞ্জম, বালাসোর, ভাদরাক, ময়ূরভঞ্জ,কেওনঝাড়, ধেনকানাল, জাজপুর, কুটাক, কেন্দ্রাপাড়া, জগৎসিংপুর ও গাজাপাতি। ঘূর্ণিঝড় প্রবণ পুরি, কেন্দ্রাপাড়া, জগৎসিংপুর, ভাদরাক, বালাসর, গঞ্জমসহ জেলা সদরগুলো ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে রাজ্য সরকার। এসবের সমন্বয় করা হচ্ছে ভুবনেশ্বরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে।


0 comments:

Post a Comment