Thursday, October 10, 2013

সিরাজগঞ্জে প্রমীলা ইনডোর গেমস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী: এলিস বচ্চন

সিরাজগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজনে প্রমীলা ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণীপর্ব শেষ হয়েছে। ১০ অক্টোবর’১৩ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের দোতলায় সিরাজগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসকের পতœী লিমা হোসেন দাবা, ক্যারম বোর্ড ও টেবিল টেবিল প্রমীলা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি জান্নাত আরা তালুকদার হেনরীর উপস্থাপনায় সিরাজগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দাবা স্কুল বিভাগে সালেহা স্কুলের মিলা চ্যাম্পিয়ন, সালেহা স্কুলের হুমায়রা রানার আপ ও দাবা কলেজ বিভাগে সিরাজগঞ্জ সরকারী কলেজের শ্যামা চ্যাম্পিয়ন ও সিরাজগঞ্জ সরকারী কলেজের রেশমা রানার আপ হয়েছেন। টেবিল টেনিস একক বিভাগে হৈমবালা স্কুলের লিমা চ্যাম্পিয়ন ও সালেহা স্কুলের প্রত্যাশা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। ক্যারম বোর্ড ক্লাব একক বিভাগে শিলা চ্যাম্পিয়ন ও রিয়া রানার আপ হন। ক্যারম বোর্ড দ্বৈত্য স্কুল বিভাগে জাহানারা স্কুলের রিমা ও সালেহা স্কুলের শীতশ্রী জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। ক্যারম বোর্ড দ্বৈত্য কলেজ বিভাগে সিরাজগঞ্জ সরকারী কলেজের মুন্নী-আল্পনা জুটি চ্যাম্পিয়ন ও সিরাজগঞ্জ সরকারী কলেজের রেশমা-হ্যাপি জুটি রানার্স আপ হওয়ার কৃতিত্ব দেখান। ক্যারম বোর্ড একক স্কুল বিভাগে সালেহা স্কুলের শীলা চ্যাম্পিয়ন ও এসবি রেলওয়ে স্কুলের প্রিয়া রানার আপ হন। ছোটদের ক্যারম বোর্ড একক বিভাগে এসবি রেলওয়ে স্কুলের নীলা চ্যাম্পিয়ন ও সালেহা স্কুলের নীপা রানার আপ হয়েছেন। বড়দের ক্যারম দ্বৈত্য বিভাগে জাহানারা স্কুলের অন্তরা-রিমা জুটি চ্যাম্পিয়ন ও সালেহা স্কুলের শীতশ্রী-শিলা জুটি রানার্স আপ হয়েছেন। ক্যারম বোর্ড কলেজ দ্বৈত্য বিভাগে সিরাজগঞ্জ সরকারী কলেজের মুন্নী-আল্পনা জুটি চ্যাম্পিয়ন ও সিরাজগঞ্জ সরকারী কলেজের রেশমা-হ্যাপি জুটি রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। প্রমীলা ইনডোর গেমসের পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন ডিডিএসি’র পতœী মিসেস উৎপলা দাস, এডিএম’র পতœী মিসেস মুক্তি ইসলাম, ইউএনও’র পতœী মিসেস সুমি শারমিন, সিরাজগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ নুরুন্নাহার খানম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ফারজানা সিদ্দিকা বারী অপু, হাসনা কিবরিয়া, মেরিনা সুলতানা, আইরিন পারভীন, ইফাত আরা বিউটি, আয়েশা নাসরিন এমেলী, নন্দিতা দাস, রুমানা রেশমা, মনোয়ারা সুলতানা, ফাহিমা সুলতানা, বেগম নুরমহলসহ আরো অনেকে। পুরস্কার বিতরণীতে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা তায়কোয়ান্ডো টিমের মারিয়া, মুন্নী, জেলা ব্যাডমিন্টন টিমের সুমাইয়া, জেলা প্রমীরা সাঁতারু দলের ক্ষুদে খেলোয়াড়বৃন্দসহ প্রায় ৩১ জন প্রমীলা খেলোয়াড়বৃন্দ। সভাপতিত্ব করেন লিমা হোসেন। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিসেস উৎপলা দাস, মিসেস মুক্তি ইসলাম মিসেস সুমি শারমিন, মোছাঃ নুরুন্নাহার খানম, জান্নাত আরা তালুকদার হেনরী ও ফারজানা সিদ্দিকা বারী অপু।


0 comments:

Post a Comment