Wednesday, September 27, 2017

সাংবাদিক শিমুল হত্যা মামলার ৯ আসামির আত্মসমর্পণ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত নয় আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক মো. হাবিবুর রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ আসামিরা হলেন শাহজাদপুরের নলুয়া গ্রামের ডা. মো. নজরুল ইসলামের ছেলে মামলার তিন নম্বর আসামি মানিক (৩৫), পারকোলা কবরস্থানপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. পীযুষ (৪৫), নলুয়া গ্রামের হাছেন আলী প্রমাণিকের ছেলে কালু (২৮),  পোতাজিয়া গ্রামের সিথি কণ্ঠ ঘোষ ওরফে শিমুল (৪৮), পুকুরপাড় গ্রামের নিত্যানন্দ রায় (৪৮), বাড়াবিল মঙ্গলদহ গ্রামের মৃত তোয়াজ প্রামাণিকের ছেলে জহির প্রামাণিক (৩২), নলুয়া গ্রামের মো. আফছার আলী মোল্লার ছেলে জাহিদুল (৩৬), নলুয়া গ্রামের হোসেন আলী সরকারের ছেলে ছোট মানিক (২৮) এবং নলুয়া দক্ষিণপাড়ার আফছার আলি প্রমাণিকের ছেলে রবিউল ইসলাম (৩০)।

শাহজাদপুর আমলি আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

এর আগে ২২ আগস্ট শাহজাদপুর আমলি আদালতে এ মামলার আরো সাত আসামি আত্মসমর্পণ করেন। এ নিয়ে আলোচিত এ মামলার ৩০ জন গ্রেফতার হলো। তবে চার্জশিটভুক্ত আরো আট আসামি এখনও পলাতক।

প্রসঙ্গত, চলতি বছরের ২ ফেব্রুয়ারি পৌর মেয়র হালিমুল হক মীরু ও ছাত্রলীগের একাংশের মধ্যে সংঘর্ষ চলছিল। সেখানে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় মেয়র মীরু ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামাদের আসামি করা হয়। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখে ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

0 comments:

Post a Comment