সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Friday, July 28, 2017

সিরাজগঞ্জের মহাসড়ক ৩০ কিঃমিঃ যানজটে অচল অবস্থা

সোহাগ লুৎফুল কবিরঃ
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ক্ষতিগ্রস্ত নলকা সেতু ও হাটিকুমরুল গোলচত্বরের ৩টি মহাসড়কে খানাখন্দ সংস্কারের কারণে সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ও ঢাকা-বগুড়া মহাসড়ক ও হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নলকা সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে যানবাহন চলাচলে অচল অবস্থা হয়ে পড়েছে। মহাসড়কজুড়ে যানজটের কারণে ঢাকা-উত্তরাঞ্চলগামী হাজার হাজার মানুষে পড়েছে চরম দুর্ভোগে।  জনদুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আশির দশকে নির্মিত নলকা সেতুটি গত দুই মাস থেকে সেতুটির উপরিভাগে মেরামত ও সংস্কার কাজ চলছে। সে কারণে সেতুর দুই পারে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে বলে সওজ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১০ কিলোমিটার, গোলচত্বর থেকে রায়গঞ্জের ভুইয়াগাতি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ও গোলচত্বর থেকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া ১০ কিলোমিটার মহাসড়কে তৃব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে যানবাহনগুলো।

স্থানীয়রা জানিয়েছেন, ঈদুল ফিতরের আগে ও পরে এ সেতুর কারণে কৃত্রিম যানজট সৃষ্টি হলেও গত ১০/১২ দিন থেকে তা প্রকট আকার ধারণ করেছে। ১০ মিনিট যানবাহন চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা হলে সেতুর উভয় দিকে ৮/১০ কিঃমিঃ অংশে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা আরো জানান, সেতুর উপরিভাগে দীর্ঘদিনের ভংগুর জয়েন্ট এক্সপানশন গুলো এখনও মেরামত করতে পারেনি সওজ। সেতুর খানাখন্দও স্থায়ীভাবে মেরামত সম্ভব হয়নি। গত দুই মাস থেকে অস্থায়ীভাবে খানাখন্দ মেরামত করা হলেও তা টিকছে না। গত কয় দিনের বৃষ্টিতে নলকা সেতু ছাড়াও সয়দাবাদ-হাটিকুমরুল, হাটিকুমরুল-বনপাড়া, হাটিকুমরুল-চান্দাইকোনা ও হাটিকুমরুল-উল্লাাপাড়া মহাসড়কেও প্রচুর খানাখন্দ সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জের বাইপাস সড়ক দিয়ে সর্টকার্টে গাড়িগুলো চলার কারনে শহরের রাস্তা বড় বড় গর্তে খানাখন্দে ভওে গেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, সেতু অতিক্রম করার পর যানবাহনগুলো নলকা সেতুর পূর্ব পাড়ে গিয়ে আটকে যাচ্ছে। সরু সেতুটির একপাশ বন্ধ রেখে আরেক পাশ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এই রেশনিং পদ্ধতির কারণে সেতুর দু'পাশে যানবাহন আটকা পড়ে দুর্ভোগ বেড়েছে। তাছাড়া ওই কারণেই পশ্চিম সংযোগ সড়কে অন্তত ৭-৮ কিঃমিঃ এলাকাজুড়ে যানবাহনগুলো দীর্ঘ লাইনে ধীরগতিতে চলছে। তিনি আরো জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি সলঙ্গা থানা, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা ও ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, মহাসড়কের সিরাজগঞ্জ অংশের হাটিকুমরুল থেকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত প্রায় ১৬-১৭ কিলোমিটার ও হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলা থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত এবং বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নলকা সেতু-হাটিকুমরুল পর্যন্ত আরও প্রায় ৫ কিলোমিটার মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সওজ অফিস খানাখন্দগুলো সংস্কার করার চেষ্টা করলেও টানা ৩ দিনে মাঝারি থেকে ভারি বর্ষণ সংস্কার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্থ মহাসড়কের নলকা ব্রীজটি সংস্কারের কাজ চলায় সেতুর ওপর দিয়ে রেশনিং পদ্ধতিতে যানবাহন চলায় ব্রীজের দু'পাড়ে যাত্রী ও মালবাহী শত শত যানবাহন আটকা পড়ছে। আমরা নিরুপায় তবে সওজ প্রকৌশলীদের আরও তৎপর হওয়া উচিৎ।’

এসময় তিনি আরো বলেন, ‘বৃষ্টির কারণে জেলার সব কয়টি মহাসড়কেরই বেহাল অবস্থা। প্রতিটি মহাসড়কেই যানজট ও যানবাহনের দীর্ঘ লাইন। আমাদের করার কিছুই নেই। যানজট কিছুটা নিরসনে একটি লেন আটকে আরেকটি দিয়ে পারাপার চালু রাখার কারণে ধীরগতি আরও বেড়েছে।

সিরাজগঞ্জ সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম থেকে মেশিন আনা হয়েছে। কিন্তু নলকা সেতুর উপরিভাগের ভংগুর জয়েন্ট এক্সপানশন গুলোর উপরের বিটুমিন ও পাথরের মিশ্রন এত শক্ত, কেটে সহজে অপসারণ করা সম্ভব হচ্ছে না। পরিশ্রম করেই যাচ্ছি কিন্তু মহাসড়কের মেরামত কাজও বৃষ্টির কারণে উঠে যাচ্ছে।’ নলকা সেতুর ওপরে এক ঘণ্টা কাজ করা হলে উভয় দিকে ৪ কিঃ মিঃ করে প্রায় ৮ কিঃমিঃ যানজট হয়। বৃষ্টি শেষ না হলে এসমস্যা থাকবেই, এবং এর মধ্যেই চলাচলও করতে হবে।’

সিরাজগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল মহাসড়কের দুরবস্থার কথা স্বীকার করে বলেন, বর্ষণের কারণে কাজ করতে না পারায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ‘যমুনা সেতুর ওপর দিয়ে ১৫ টনের অধিক ওজনের গাড়ি পার হতে না দিলেও মহাসড়কে ৫০/৬০ টন পণ্য নিয়ে যানবাহন চলছে। যে কারণে মহাসড়ক টিকছে না। আবহাওয়া ভালো হলে জরুরি ভিত্তিতে সড়ক গুলো সংস্কার করা হবে।

Thursday, July 27, 2017

বিশ্বের ৫০ মহান নেতার মধ্যে শেখ হাসিনা দশম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মহান ৫০ জন নেতার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাময়িকী ফরচুন। এর মধ্যে ২৩ জনই নারী। সার্বিক তালিকায় ১০ নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফরচুন সাময়িকীর নিজস্ব ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করা হয়। এতে স্থান পেয়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, মানবহিতৈষী, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার এমন সব মানুষ, যাঁরা বিশ্বকে বদলে দিতে নিজেরা ভূমিকা রেখে চলেছেন; একই কাজে অন্যদের অনুপ্রাণিত করছেন।
তালিকায় ১ নম্বরে রয়েছেন অনলাইনে কেনাকাটার জনপ্রিয় মার্কিন ওয়েবসাইট আমাজন ডট কমের প্রধান নির্বাহী (সিইও) জিফ্রে প্রিস্টন বেজস। তারপরের দুজনই নারী। ২ নম্বরে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল; ৩ নম্বরে আছেন মিয়ানমারে শিগগিরই সরকার গঠন করতে যাওয়া দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা অং সান সু চি।
তালিকার প্রথম ১০ জনের মধ্যে পাঁচজনই নারী। ম্যার্কেল ও সু চি ছাড়া অন্য তিনজন হলেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের নির্বাহী সচিব ক্রিস্টিনা ফিগুয়েরেস (৭ নম্বর), মার্কিন সুপ্রিম কোর্টের সহযোগী বিচারক রুথ ব্যাডার গিনসবার্গ (৯ নম্বর) ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার বিষয়ে ফরচুন বলেছে, তিনি নিজ দেশে নারীদের অধিকার এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। দেশের নারীদের জন্য আইনগত সুরক্ষা নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি নারীদের অধিকতর শিক্ষা, আর্থিক স্বাধীনতা ও রাজনৈতিক ক্ষমতা দিতে কাজ করছেন।
ফরচুন-এর তালিকায় স্থান পাওয়া অন্য নারীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর নিকি হ্যালি (১৭) ও নারীদের কম্পিউটার বিজ্ঞানে উৎসাহিত করতে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান ‘গার্লস হু কোড’-এর সিইও রেশমা সৌজানি (২০)। রেশমা ডেমোক্রেটিক রাজনীতির সঙ্গেও জড়িত। দুজনই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
এর বাইরে যুক্তরাষ্ট্রের নারী স্কাউটের সিইও আনা মার্সিয়া চাভেজ (২৪), মার্কিন কংগ্রেসের গ্রন্থাগারের প্রথম আফ্রিকান-আমেরিকান প্রধান কার্লা হেইডেন (২৫), কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষার আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’-এর তিন যৌথ প্রতিষ্ঠাতা অ্যালিসিয়া গার্জা, প্যাট্রিসিয়া কিউলরস ও ওপাল টোমেটি (২৭ নম্বর) ও চীনের ফ্রিল্যান্স সাংবাদিক চাই জিং (২৮) ফরচুন-এর তালিকায় স্থান পেয়েছেন।

সিরাজগঞ্জের মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই প্রচারণায়

অনুসন্ধান রিপোর্টঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলায় প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। নির্বাচনী হাওয়ায় আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে তাদের প্রচারণা শুরু করেছেন। সভা-সমাবেশ, শুভেচ্ছা বিনিময়, সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার মাধ্যমে নিজেদের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন তারা।

ঈদের শুভেচ্ছা জানিয়ে এসব প্রার্থীর ইতিমধ্যে নির্বাচনী এলাকার গুররুত্বপূর্ণ স্থানে, সড়কের মোড়ে, বিদ্যুতের খুঁটিতে ডিজিটাল শুভেচ্ছা পোস্টার লাগিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তাদের প্রচারণা থেমে নেই।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর/আংশিক) আসন
আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। এ আসনে প্রতিবারই আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করে। জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ আসনের সংসদ সদস্য। এখানে তার বিপরীতে মনোনয়ন দৌড়ে তেমন কেউ নেই বললেই চলে।

সাংগঠনিকভাবে দুর্বল বিএনপিতে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পোস্টার-ফেস্টুন লাগিয়ে প্রার্থিতা ঘোষণা দিচ্ছেন। এদের মধ্যে ১৮ দলীয় ঐক্যজোট থেকে কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আবদুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাবেক ছাত্রনেতা রহমতুল্লাহ আইয়ুব, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা ও বিএনপি নেতা তুষার তালুকদার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসন
এখান থেকেই নিয়ন্ত্রিত হয় সিরাজগঞ্জ জেলার রাজনীতি। সিরাজগঞ্জ সদরের ছয়টি ও কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়ন মিলে সিরাজগঞ্জ-২ আসন গঠিত। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেয়ে জামাই অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

সম্প্রতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর আসনে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন হাবিবে মিল্লাত।

এ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসন বিএনপি অধ্যুষিত হওয়ায় এ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিকল্প নেই বলা চলে।

তবে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ ও সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ছেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান এ আসন থেকে মনোনয়ন চাইবেন। কোনো কারণে ইকবাল হাসান মাহমুদ টুকু নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে তার সহধর্মিনী জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ অথবা ছাত্রনেতা মির্জা মোস্তফা জামানের দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র টিআর এম নুর-ই আলম হেলাল স্বতন্ত্র এবং জাতীয় পার্টি থেকে আমিনুল ইসলাম ঝন্টু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসন
মৎস্য ও শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত রায়গঞ্জ-তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, সাবেক সংসদ সদস্য ইসহাক তালুকদারের ছেলে ইমন তালুকদার, সিরাজগঞ্জ-দিনাজপুরের ট্রাস্টি স্বপন কুমার রায়, জেলা আওয়ামী লীগের সদস্য শিল্পপতি লুৎফর রহমান দিলু, তাড়াশ উপজেলা চেয়ারম্যান আবদুল হক ও আবদুল হাদী আলমাজি জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুল হালিম খান দুলাল।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মো. রাকিবুল আলম মিঞা অপু, সাবেক এমপি আবদুল মান্নান তালুকদার, রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি আয়নুল হক ও বিএনপি নেতা সাইফুল ইসলাম শিশিরের নাম শোনা যাচ্ছে।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন
নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মহাজোট প্রার্থী শফিকুল ইসলাম শফি বিএনপির এম আকবর আলী ও জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খানকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এ আসনেও জোট-মহাজোটে রয়েছে কোন্দল।

দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম। তানভীর নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নে ব্যস্ত সময় পার করছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তানভীর ইমাম ছাড়াও এ আসন থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য, পলাশডাঙ্গা যুব শিবিরের মহাপরিচালক প্রয়াত আবদুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি।

এ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা হলেন সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী কামাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আবদুল ওয়াহাব।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন
এ আসনে আওয়ামী লীগ-বিএনপির ভোট প্রায় সমান-সমান। ’৯১ ও ২০০১ সালে বিএনপি এবং ৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগ প্রার্থী এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আসনটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠিত রাজনীতিবিদরা নির্বাচনে অংশ নিলেও বিএনপি থেকে কোনো জাতীয় বা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ অংশ নেননি। ২০০১ সালে বিএনপি থেকে বিচারপতি মোজাম্মেল হক বেলকুচি-কামারখন্দ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি দলকে সংগঠিত করতে পারেননি।

দশম সংসদ নির্বাচনে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন মণ্ডল গ্রুপের চেয়ারম্যান আবদুল মজিদ মণ্ডল। এবার আবদুল মজিদ মণ্ডল মনোনয়ন না চাইলেও তার ছেলে মণ্ডল গ্রুপের পরিচালক মমিন মণ্ডল মনোয়নন চাইবেন।

এছাড়া এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস, ঢাকার বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মীর মোশারফ হোসেন।

বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদের ছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, শিল্পপতি গোলাম মওলা খান বাবলু, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন ও বিএনপি নেতা রাকিবুল করিম খান পাপ্পু মনোনয়ন চাইবেন।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনটি তাঁতশিল্প সমৃদ্ধ হিসেবে পরিচিত। নবম জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুরের সংসদীয় আসনে আওয়ামীলীগ প্রার্থী চয়ন ইসলাম বিএনপি প্রার্থী কামরুদ্দিন এহিয়া খান মজলিশকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য চয়ন ইসলামকে বাদ দিয়ে এ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন দলীয় মনেনায়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ব্যাপকভাবে গণসংযোগ ও নেতাকর্মীদের কাছে টানার চেষ্টা অব্যাহত রেখেছেন। এছাড়াও এআসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুল হামিদ লাবলু।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ, সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রয়াত ডা. এমএ মতিনের ছেলে তরুন চিকিৎসক এমএ মুহিত।

Wednesday, July 26, 2017

সিরাজগঞ্জে ছাত্রীকে মারধর, ছাত্রলীগ নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ছাত্রীকে সহপাঠীদের সামনে পেটালেন সাদ্দাম হোসেন নামে এক ছাত্রলীগ নেতা। উপর্যুপরি চড়থাপ্পর ও কিলঘুষিতে ওই ছাত্রীর চশমা ভেঙে ফেলেন সাদ্দাম।
মঙ্গলবার দুপুর ২টার দিকে কলেজের বিএনসিসি অফিসের সামনের এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সাদ্দাম সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার বিষয়ক সম্পাদক ও শহরের দত্তবাড়ি মহল্লার আব্দুল মজিদের ছেলে।
ওই ছাত্রীর স্বজনরা জানান,  বিএনসিসির সদস্য ওই ছাত্রী ঘটনার সময় সংগঠনের পোশাক পরে প্যারেডে অংশ নিয়েছিলেন। এ সময় সাদ্দাম কুরুচিপূর্ণ নানা মন্তব্য করে তাকে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে ছাত্রীটি উঠে এসে প্রতিবাদ করে। এ সময় সাদ্দাম তাকে প্রথমে চড়থাপ্পর ও পরে বেধড়ক মারধর করে। এ ঘটনায় কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে সাদ্দামকে আটকের আশ্বাস দেয়। পরে বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ওই ছাত্রলীগ নেতা মাদকসেবী উল্লেখ করে তারা অভিযোগ করেন, সে প্রায়ই নারীদের উত্ত্যক্ত করে থাকে। এ কারণে পুলিশ তাকে বেশ কয়েকবার আটকও করেছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম মনোয়ার হোসেন বলেন, আমরা বিষয়টি জানার পর দ্রুত পুলিশ সুপার ও সদর থানার ওসিকে অবহিত করি। এরপর ওই বখাটেকে গ্রেফতার করা হয়।
সদর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ দ্রুত কলেজে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সাদ্দামকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর থানার এসআই আলী জাহান বলেন, ওই ছাত্রীকে বিএনসিসির পোশাক পরা অবস্থা দেখলেই সাদ্দাম তাকে 'মাইট্যা পুলিশ' বলে উত্ত্যক্ত করতো। আজ মেয়েটি প্রতিবাদ করায় সে তাকে মারধর করেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।
কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ খলিদ সাইফুল্লাহ সাদি বলেন, সাদ্দাম এর আগেও একাধিকার কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করেছে। এসব নিয়ে সালিশ বৈঠকও হয়েছে। সে আমরা তো দূরের কথা অভিবাবকদেরও নিয়ন্ত্রণের বাইরে।

Sunday, July 23, 2017

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ড. জান্নাত আরা হেনরী

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ড. জান্নাত আরা হেনরী। আজ শনিবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। হৈনরী এর আগে দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেন হেনরি। তার শ্বশুর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোতাহার হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করেন। হেনরী ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি সোনালি ব্যাংকের পরিচালক হন। বর্তমানে তিনি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক সময়ের স্কুলশিক্ষক জান্নাত আরা হেনরী রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবেও সংগীতাঙ্গনে বিশেষ পরিচিত। 

Saturday, July 22, 2017

সিরাজগঞ্জে সড়ক জুড়ে খানাখন্দে ভরা

সোহাগ লুৎফুল কবিরঃ
বঙ্গবন্ধু পশ্চিম মহাসড়কে যানজট থাকুক আর নাই থাকুক সর্টকার্টে সিরাজগঞ্জ শহরের বাইপাস সড়ক (নলকা খেকে সিরাজগঞ্জ শহর হযে সায়দাবাদ) দিয়ে প্রতিদিন প্রায় ৪/৫ হাজার ভারী যানবাহন চলার কারণে জেলা শহরের বাজার স্টেশনে লতিফ মির্জা সড়কে, বাজার স্টেশনের সামনে, শহরের খেদন সর্দার মোড়ের, মালশাপাড়, কবড়স্থানের সামনে, ছোট-বড় গর্তে খানা খন্দের সৃষ্টি হয়েছে।
এছাড়া জেলা সদরের চাঁদ আলীর মোড় থেকে যমুনার সার ঘাট, বালুর পয়েন্ট ও কয়েকটি ফ্লাওয়ার মিল থাকায় এই রাস্তায় ভারী যানবাবন প্রতিনিয়ত চলাচলের কারণে হোসনপুর দক্ষিণ স্কুলের সামনে হাটু সমান গর্ত পানিতে সারা বছরই ডুবেই থাকে। এ কারণে এইস্থানে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
সিরাজগঞ্জ জেলা যুবলীগের অর্থ সম্পাদক তারিক ইনাম পুলক অভিযোগ করে বলেন, সদর উপজেলার এটিই একমাত্র রাস্তা হওয়ার কারণে টিএনও উপজেলা চেয়ারম্যানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা এই বিপদজনক রাস্তা ব্যাবহার করলেও এ রাস্তা সংস্কারের ব্যাপারে তারা কেন উদাসীন তা আমাদের বোধগম্য নয়।
সিরাজগঞ্জের সড়ক ও জনপদ বিভাগের আঞ্চলিক সড়ক গুলোর বেহাল অবস্থাই নয় বঙ্গবন্ধু পশ্চিম  মহাসড়ক জুড়ে শুধু খানাখন্দে ভরা। বছরের পর বছর ধরে সওজের রাস্তা সংস্কার, মেরামত ও জোড়াতালির কাজ সারা বছর চললেও নেই কোনো টেকসই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উদ্যোগ। মাঝে মাঝে মন্ত্রী ও সওজের বড় কর্মকর্তারা পরিদর্শনে এলে শুধু তড়িঘড়ি মেরামত করা হয়। কর্মকর্তারা চলে যাওয়ার কয়েকদিন পরই আবার সেই পুরনো চিত্র।
জেলার বেলকুচি ও এনায়েতপুরের রাস্তা, হাটিকুমরুল মোড় থেকে উল্লাপাড়া, চান্দাইকোনা এবং দায়দাবাদ থেকে নলকা পর্যন্ত শহরের আঞ্চলিক বাইপাস রোডের বিটুমিন ও পাথরের মিশ্রণে উঠে ছোটবড় গর্তে পরিণত হয়েছে। হাটিকুমনরুল মোড়ে কয়েক মাস আগে প্রায় কোটি টাকা ব্যয়ে সংস্কার করার এক সপ্তাহ পর নতুন করে খানাখন্দ দেখা দেয়। এসব মহাসড়ক দিয়ে ঢাকা, উত্তরবঙ্গ, রাজশাহী ও খুলনার দিকে প্রতিদিন প্রায় ১৫-২০ হাজার যানবাহন চলাচল করে। জেলার বেশ কয়েকটি আঞ্চলিক সড়কের উপরিভাগের পাথর ও বিটুমিনের মিশ্রণ উঠে গিয়ে শতাধিক ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
একই অবস্থা শিয়ালকোল-নলকা, তাড়াশ-রানীহাটি-বারুহাস, তাড়াশ-নিমগাছী-ভুইয়াগাঁতী, উল্লাপাড়া-লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়কেও। জেলা মাসিক উন্নয়ন সভায় একাধিকরার এসব সড়ক নিয়ে সওজের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়েছেন জনপ্রতিনিধিরা। পরিকল্পনা থাকলেও বরাদ্দ নেই, এমন কথা বলে পাশ কাটিয়ে যান সওজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা।
বেলকুচির পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ থেকে বেলকুচি পৌরসভা হয়ে এনায়েতপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় শতাধিক স্থানে ছোট-বড় গর্তের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ-বিন-হাবিব বলেন, হাটিকুমরুল মোড় থেকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শ্যামলীপাড়া পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তারই বেহাল দশা। বছর জুড়েই সওজ এ মহাসড়কে জোড়াতালির সংস্কার কাজ চালালেও বর্তমানে খানাখন্দে ভরা। উল্লাপাড়া-লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়কেও সওজ প্রকৌশলীরা কয়েক বছর থেকে উদাসীন রয়েছেন।
জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস বলেন, বেলকুচি, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কসহ বগুড়া-নগরবাড়ীর মহাসড়কে সওজের উদাসীনতার কারণ কী, তা আমাদের বোধগম্য নয়।
সওজের উল্লাপাড়া সাব-ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সড়ক সংস্কার কাজ শিগগির শুরু হবে।
সিরাজগঞ্জ সদর-বেলকুচি সাব ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, সয়দাবাদ-বেলকুচি-এনয়েতপুর, সিরাজগঞ্জ-কড্ডা ও কড্ডা-সমেশপুর আঞ্চলিক সড়ক মেরামত ও সংস্কারে প্রায় ২৭ কোটি টাকার প্রকল্প দেওয়া হলেও তা এখনো পাস হয়নি।
সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, হাটিকুমরুল মোড়ে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৪টি সেকশন বা ভাগে 'ক্লোভার-লিফ' নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে নলকা থেকে সিরাজগঞ্জ শহর হয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মুলিবাড়ি পর্যন্ত চারলেন রাস্তা নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
সওজ রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু রওশন বলেন, উল্লাপাড়ার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের খানাখন্দ সংস্কার ও মেরামত করার জন্য এরই মধ্য টেন্ডার আহ্বান করা হয়েছে।