Saturday, October 10, 2015

সিরাজগঞ্জে মাছচাষীকে ছুরিকাঘাতে হত্যা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুর নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক মাছচাষী মারা গেছেন।
শুক্রবার রাতে উপজেলার চকমনাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
নিহতের স্ত্রী তিনজনকে আসামি করে শনিবার থানায় মামলা করেন।
নিহত বাদশা মিয়া (৪২) সিরাজগঞ্জ শহরের চরমিরপুর এলাকার চান্দুলা মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী মায়া খাতুন বলেন, গত সাত মাস আগে সুজাপুর ও চালিপাড়ার লোকজনের কাছ থেকে একটি পুকুর ইজারা নিয়ে আমার স্বামী মাছ চাষ শুরু করে। কিন্তু স্থানীয় কয়েকজন মাঝে মধ্যেই পুকুর থেকে গোপনে জাল দিয়ে মাছ ধরার কারণে তাদের সঙ্গে বাদশার দ্বন্দ্ব চলছিল।
“শুক্রবার সন্ধ্যার পর আমার স্বামী পুকুর দেখতে গেলে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।”
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুল ইসলাম বলেন, অচেতন অবস্থায় বাদশাকে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
“তার বুকের পাঁজরে একাধিক ছুরিকাঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্য হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি মোস্তাফিজুর।

0 comments:

Post a Comment