Sunday, September 30, 2018

যমুনা নদীর পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষার জন্য দায়িত্ব পেলেন বাংলাদেশ সেনাবাহিনী

বার্তা সংস্থাঃ
সেনাবাহিনী দায়িত্ব নিতে যাচ্ছে যমুনা নদীর পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষার জন্য।
৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য এ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।
যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন (ভরাট) এবং সিরাজগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গাইড বাঁধসহ প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা করাই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৪.৬৮ বর্গ কিলোমিটার ভূমির উন্নয়ন হবে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে, সিরোজগঞ্জ শহর ও ইন্ডাষ্ট্রিয়াল পার্ক নদী ভাঙ্গন হতে রক্ষা পাবে।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল, বীর-প্রতীক, এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমানসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল নূর-এ-আলম মোঃ যোবায়ের সরোয়ার, প্রকল্প পরিচালক, এবং লেঃ কর্ণেল মোঃ সাদেক মাহমুদ, পিএসসি, অতিরিক্ত প্রকল্প পরিচালক ও কমান্ডিং অফিসার, ২৫ ইঞ্জিনিয়ার কনষ্ট্রাকশন ব্যাটালিয়ন উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment