সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Monday, August 21, 2017

নায়করাজ রাজ্জাক আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ
চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী নায়করাজ রাজ্জাক আর নেই। আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

বেসরকারি ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হার্ট অ্যাটাক হওয়া অবস্থায় নায়ক রাজ্জাককে হাসপাতালে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়। ৬টা ১৩ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে নায়করাজ স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২০১৪ সালে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পাওয়া এ অভিনেতার মৃত্যুসংবাদ শুনে তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে গেছেন দীর্ঘদিনের সহকর্মীরা।

রাজ্জাক জীবন থেকে নেয়া

১৯৬৬ সালে ‘বেহুলা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই ছবিতে দর্শকনন্দিত হন কিংবদন্তি এ অভিনেতা।

নায়করাজ রাজ্জাক প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ‘কি যে করি’ ছবিতে অভিনয় করে। পাঁচবার তিনি জাতীয় সম্মাননা পান। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা অর্জন করেন। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার পেয়েছেন অসংখ্যবার।

বর্তমান সময়ে চলচ্চিত্রে খুব কমই অভিনয় করছেন নায়করাজ রাজ্জাক। শুধু নায়ক হিসেবেই নয়, পরিচালক হিসেবেও বেশ সফল। ‘আয়না কাহিনী’ ছবিটি নির্মাণ করেন রাজ্জাক। নায়ক হিসেবে নায়করাজ প্রথম অভিনয় করেন জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ ছবিতে। এতে তাঁর বিপরীতে ছিলেন সুচন্দা।

‘অবুঝ মন’, ‘আলোর মিছিল’ ‘ছুটির ঘণ্টা’, ‘রংবাজ’, ‘বাবা কেন চাকর’, ‘নীল আকাশের নিচে’, ‘জীবন থেকে নেওয়া’ ‘পিচঢালা পথ’, ‘অশিক্ষিত’, ‘বড় ভালো লোক ছিল’সহ অসংখ্য ছবিতে অভিনয় করা রাজ্জাক সর্বশেষ অভিনয় করেছেন ছেলে বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ ছবিতে।

এক নজরে রাজ্জাক

ষাটের দশকের মাঝের দিকে রাজ্জাক চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। সত্তরের দশকেও বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক হিসেবে সুনাম অর্জন করেন।

চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট কেউ ডাকলে তাতে সাড়া দিতেন ‘বেহুলা’, ‘আগুন নিয়ে খেলা’, ‘এতটুকু আশা’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘ওরা ১১ জন’, ‘অবুঝ মন’-এ অভিনয় করা রাজ্জাক। আমৃত্যু এই শিল্পের সঙ্গেই থাকতে চাওয়ার কথা জানিয়ে একসময় বলছিলেন, ‘আমি রাজ্জাক হয়তো অন্য কোনো চাকরি করতাম অথবা ঘুরে বেড়াতাম। কিন্তু ছোটবেলার অভিনয় প্রচেষ্টাকে আমি হারাতে দিইনি। আমি নাটক থেকে চলচ্চিত্রে এসেছি। সবাই আমাকে চিনেছে। পেয়েছি সাফল্যও। বাংলার মানুষজন আমাকে একজন অভিনয়শিল্পী হিসেবেই দেখেন ও আমাকে ভালোবাসেন। আজকে আমার যা কিছু হয়েছে, সবই এই চলচ্চিত্রশিল্পের কল্যাণে।

এ দেশের মানুষ আমাকে ভোলেনি

রাজ্জাক এ-ও বলেছিলেন, ‘বাংলাদেশের ছোট একটি দেশ হতে পারে, তারপরও এই দেশের একজন অভিনয়শিল্পী হিসেবে আমি গর্ববোধ করি। যাঁদের জন্য আমি রাজ্জাক হয়েছি, আমি সব সময় তাঁদের কাছাকাছি থাকতে চাই।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি নায়ক রাজ্জাক। সেখানেই ছোটবেলা কাটে। মঞ্চনাটকে অভিনয়ের হাতে খড়িও সেখানে।

নায়করাজের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাটও চলচ্চিত্র অভিনয়শিল্পী।

‘‌খুনসুটি হতো, মান-অভিমানেরও শেষ ছিল না’

রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয়তা অর্জনে নায়করাজ রাজ্জাকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’ রাষ্ট্রপতি আরও বলেন, বাঙালি সংস্কৃতি চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে।
রাষ্ট্রপতি রাজ্জাকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাবার জন্য আপনারা দোয়া করেন: সম্রাট

প্রধানমন্ত্রীর শোক
ঢাকাই ছবির কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের চলচ্চিত্র জগতে রাজ্জাকের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র।’

শেখ হাসিনা নায়করাজের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ ছাড়া শোক জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

Saturday, August 19, 2017

শস্য বীমার ৪০০ দাবি উত্থাপন সিরাজগঞ্জে

সাম্প্রতিক বন্যায় সিরাজগঞ্জে শস্য বীমার আওতায় ৪০০ দাবি উত্থাপন হয়েছে। রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনে (এসবিসি) এসব দাবি উত্থাপন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব কৃষককে বিঘা প্রতি ৮ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠান।

এসবিসি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার ৬টি অঞ্চল- রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, বেলকুচি, কামারখন্দ ও কাজিপুরে এবার শস্য বীমার ৪০০ পলিসি ইস্যু হয়। এসব পলিসির জন্য প্রিমিয়াম নেয়া হয়েছে বিঘা প্রতি ৫শ' টাকা। সম্প্রতি উজানে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় এসব এলাকার ধানক্ষেত পানিতে তালিয়ে গেছে। একারণে সবগুলো পলিসির দাবি উত্থাপন হয়েছে।

সিরাজগঞ্জে এবারই সর্বোচ্চ বীমা দাবি উত্থাপিত হয়েছে বলে জানিয়েছেন সাধারণ বীমা করপোরেশনের সিরাজগঞ্জ শাখার এসিসট্যান্ট ম্যানেজার মো. জহুরুল ইসলাম। ইন্স্যুরেন্সনিউজবিডি'কে তিনি জানান, এরআগেও দাবি উত্থাপিত হয়েছে তবে এতো নয়। শস্য বীমার আওতায় এসব জমিতে ধান চাষ করেছেন কৃষকরা।

জহুরুল ইসলাম জানান, বন্যাপ্রবণ এই অঞ্চলের কৃষকদের ফসলের ক্ষতি পুষিয়ে দিতে সাধারণ বীমা করপোরেশন আবহাওয়া সূচকভিত্তিক শস্য বীমা প্রকল্পের আওতায় বন্যার বীমা কভারেজ চালু করেছে। এক্ষেত্রে প্রিমিয়াম নেয়া হয় বিঘা প্রতি ৫শ' টাকা। আর ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ দেয়া হয় বিঘা প্রতি ৮ হাজার টাকা।

অন্যদিকে রাজশাহী শাখা সাধারণ বীমা করপোরেশনের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আলী জানিয়েছেন, সম্প্রতি বৃষ্টি ও বন্যায় যে ক্ষতি হয়েছে বা হচ্ছে এসবের বীমা দাবি এখনো উত্থাপন হয়নি। ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়ার পরই বীমা দাবি উত্থাপন হবে। তবে এবারের বৃষ্টি ও বন্যায় ৭০ থেকে ৮০ শতাংশ শস্যের ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ইন্স্যুরেন্সনিউজবিডি'কে মোহাম্মদ আলী জানান, এরআগে আমন ধানের জন্য রাজশাহী জেলায় সর্বমোট ৪৭৩টি পলিসি ইস্যু হয়েছিল। এরমধ্যে ৩৩০টি পলিসির দাবি উত্থাপিত হয় এবং ১৪৩টি পলিসির দাবি উত্থাপন হয়নি। প্রতিটি বীমার দাবির জন্য বিঘা প্রতি কৃষককে ক্ষতিপূরণ দেয়া হয়েছে ৬শ' টাকা থেকে ২ হাজার টাকা।

এজন্য কৃষকের কাছ থেকে বিঘা প্রতি প্রিমিয়াম নেয়া হয়েছে ২৫০ টাকার মতো। তবে বিঘা প্রতি প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছিল ভ্যাটসহ ৫৭৫ টাকা। প্রতিটি বীমা পলিসির জন্য সরাক সরকার ভর্তুকি বাদ দিয়ে কৃষককে পরিশোধ করতে হয়েছে ২৫০ টাকার মতো।

সকল কৃষকের জন্য শস্য বীমা অত্যন্ত জরুরি। পার্শ্ববর্তী দেশ ভারতের মতো এই বীমা বাধ্যতামূলক করা উচিত বলে মন্তব্য করেন সাধারণ বীমা করপোরেশনের রাজশাহী শাখার ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আলী।

উল্লেখ্য, সম্প্রতি প্রাণিসম্পদ সেবা বিভাগ (ডিএলএস) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যায় এ বছর ৫ হাজার ৫৯০ একর ফসলি জমি ডুবেছে। এতে ২ হাজার ৫১৩ টন খাদ্যশস্যের ক্ষতি হয়েছে। এছাড়া প্রাণিসম্পদ খাতে ক্ষতি হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা।

তবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, উজানে ভারি বৃষ্টির কারণে চলমান বন্যায় দেশের এক তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার পর্যন্ত ৬ লাখ ১৮ হাজার ৭০৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

Thursday, August 17, 2017

আধুনিক সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছেন মুক্তি মির্জা

উল্লাপাড়া প্রতিনিধিঃ
একাদশ জাতীয় নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ-৪ আসনের মনোনয়ন দৌঁড়ে সম্ভাব্য ৫ জন প্রার্থী প্রচারনায় রয়েছেন।
তারা হলেন বর্তমান সংসদ সদস্য তানভীর ইমাম, প্রয়াত সফল সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জার একমাত্র কন্যা সেলিনা মির্জা মুক্তি, সাবেক সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম শফি, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম মিল্টন ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহেদুর ইসলাম।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ-৪ আসনের জনগণের সাথে যোগ্য প্রার্থী কে- জানতে চাইলে তারা বলেন, প্রয়াত সংসদ সদস্য ও আধুনিক সিরাজগঞ্জ গড়ার কারিগর আব্দুল লতিফ মির্জার একমাত্র কন্যা সেলিনা মির্জা মুক্তিই তাদের সবচেয়ে যোগ্য প্রার্থী। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে- আধুনিক সিরাজগঞ্জ গড়ার স্বপ্নদ্রষ্টা আব্দুল লতিফ মির্জার অসমাপ্ত কাজ সমাপ্ত করে একটি আধুনিক নগরী উপহার দেয়ার জন্যই তার কন্যা মুক্তি মির্জা অনেকটা সফলভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

জানা যায়, ছোট একটি গ্রাম, যার অবস্থান সিরাজগঞ্জ জেলার শেষ পান্তে, গ্রামটির নাম বংকিরাট। এখানেই জন্ম গ্রহন করেন মরহুম আব্দুল লতিফ মির্জা। যিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা,সিরাজগঞ্জ জেলার গর্ব, দুই দুইবার জাতীয় সংসদ নির্বাচিত হন নৌকা প্রর্তীক নিয়ে সিরাজগঞ্জ-৪ আসন থেকে। নির্বাচিত হবার পরে তিনি সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। শুধু সিরাজগঞ্জ জেলায় না উল্লাপাড়া উপজেলায়ও অনেক স্কুল-কলেজ-মাদ্রাসা করেন মরহুম আব্দুল লতিফ মির্জা। তার ইচ্ছা ছিল সিরাজগঞ্জকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার। যাতে রাজশাহী বিভাগে এই সিরাজগঞ্জ জেলাকে এক নামে সবাই চিনে। কিন্তু তার কিছুটা ইচ্ছা পুরন হলেও সবটা হলো না। তার আগেই তিনি মারা যান। প্রয়াত আব্দুল লতিফ মির্জা ছিলেন দল-মত-নির্বিশেষে সকল মানুষের কাছেই প্রিয় ব্যক্তিত্ব। একজন কর্মিব্ন্ধব নেতা হিসেবেই স্থানীয় আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাকে মনে করতেন। কিন্তু তার মৃত্যুর পর দলের আজ করুন অবস্থার সৃষ্টি হয়েছে বলে তৃণমূল নেতাকর্মীরা অভিযোগে বলেন। 
একজন সফল রাজনীতিকের ইচ্ছা গুলো পুরন করতেই মরহুম আব্দুল লতিফ মির্জার একমাত্র সুযোগ্য কন্যা সেলিনা মির্জা মুক্তি রাজনীতিতে যাত্রা শুরু করেছেন। পিতার মত সাধারন মানুষের পাশে থেকে মুক্তি মির্জা ইতোমধ্যে জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন। স্থানীয় আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা যেভাবে আব্দুল লতিফ মির্জার পাশে ছিলেন ঠিক একইভাবে তার কন্যার পাশেও রয়েছেন বলে জানা গেছে। তারা আগামী নির্বাচনে মুক্তি মির্জার মনোনয়নের জন্য দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন। তারা বলছেন, সিরাজগঞ্জ আওয়ামীলীগের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মুক্তি মির্জার বিকল্প কোন প্রার্থী নেই। তাই তারা আগামী জাতীয় নির্বাচনে তাকেই সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে পেতে চান বলে জানান।

Tuesday, August 15, 2017

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৯১ সেন্টিমিটার উপরে: বন্যা পরিস্থিতির অবনতি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির মারাত্বক অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৪৭সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জের ৫ উপজেলার চরাঞ্চলের ২৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি বৃদ্ধির ফলে জেলার পাঁচটি উপজেলায় আবারো নতুন করে ২য় দফা বন্যার দেখা দিয়েছে। যুমনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলসহ সিরাজগঞ্জ পৌর এলাকার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন করে প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চলের গ্রামগুলো। এরই মধ্যে জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানদের দেওয়া তথ্য অনুযায়ী জেলার ৫টি উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ডুবে গেছে এসব অঞ্চলের শত শত একর ফসলি জমি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান ভারতের আসামে বন্যা হওয়ার কারণে যমুনার পানি আরো ৪/৫ দিন বাড়তে পারে। এতে দ্বিতীয় দফায় সিরাজগঞ্জে বন্যা দেখা দিয়েছে।

Monday, August 14, 2017

ট্রাক চালককে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলা সিরাজগঞ্জে আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে ট্রাক চালককে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। আজ রবিবার সকালে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে। আসামীরা ক্ষমতাশীল হওয়ার কারনে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

উল্লেখ, গত ৩১ জুলাই গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলকলোনীতে হানিফ নামে এক ট্রাক চালককে পুড়িয়ে হত্যা চেষ্টা করে দুবৃত্তরা। পরে সিরাজগঞ্জ সাবেক পৌর আওয়ামী লীগ নেতা শাহদত হোসেনসহ ৪ জন কে আসামী করে থানায় মামলা দায়ের করে। মামলার ১১ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদেক আগুনে জ্বলসে যাওয়া হানিফ বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।

জানা গেছে, এর আগে চলতি বছরের ১২ জানুয়ারী এই পরিবারের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠে শাহাদতের বিরুদ্ধে। এরপর স্থানীয়দের সহযোগীয়তায় বিষয়টি সামাজিকভাবে সমঝোতা করে শাহাদত গং।

শাহাদত প্রভাবশালী হওয়ায় এর পর থেকেই শাহাদত ভূক্তভোগী পরিবারটিকে এলাকা থেকে উচ্ছেদ সহ তাদেরর বসতবাড়ি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়। এরপর থেইে অনেকটা এলাকা ছাড়া এই পরিবার। 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, এর আগেও কিছু ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরেও ঘটনা ঘটতে পারে। তদন্ত চলছে মেডিক্যাল রিপোর্ট হাতে এলে ব্যবস্থা নেয়া হবে। 

Wednesday, August 9, 2017

সড়ক মেরামতে নয়-ছয়, ৩ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা

বার্তা প্রধানঃ
গত রোজার ঈদের আগে সিরাজগঞ্জের তিন মহাসড়কে খানাখন্দ সংস্কারের নামে ছয় কোটি টাকা ভাগবাটোয়ারার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের এক নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার করা হয়েছে; কারণ দর্শাতে বলা হয়েছে আরও দুইজনকে।
সিরাজগঞ্জের হাটিকুমড়ুল মোড় ও নলকা সেতু এলাকাসহ কয়েকটি জায়গা পরিদর্শন শেষে বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাটিকুমরুল মোড়ে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, গত রোজার ঈদের আগে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, নলকা সেতু, সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়ক, নাটোর-বনপাড়া মহাসড়ক ও পাবনা-নগরবাড়ি মহাসড়কে খানাখন্দ সংস্কারের নামে ‘ছয় কোটি টাকা ভাগবাটোয়ারা, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে’ তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর মধ্যে সিরাজগঞ্জের প্রধান নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে সওজ প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আর কারণ দর্শাতে বলা হয়েছে রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রওশন আলী ও পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে।
সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী হিসেবে পাবনার নির্বাহী প্রকৌশলীকে অতিরিক্তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।এ সময় এ তিন প্রকৌশলী মন্ত্রীর সঙ্গেই ছিলেন।
আগামী ১০ দিনের মধ্যে এসব সড়কের সব খানাখন্দ সংস্কারের নির্দেশ দেন মন্ত্রী।
সিরাজগঞ্জ-৬ (শাহাজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ সরকারি কলেজের ৮০ বছর পূর্তি উদযাপন করবে সিরাজগঞ্জ সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশন।

সিরাজগঞ্জ সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশন গঠনে আহ্বায়ক কমিটি করা লক্ষে প্রতি শুক্রবার বিকাল ৪.৩০ মিনিটে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।

অ্যালামনাই এসোসিয়েশন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
সমন্বয়ক সাবেক অধ্যক্ষ আব্দুর রাাজ্জাক  ও সদস্য সচিব ছাত্র-ছৃাত্রী সংসদের সাবেক ভি,পি রাশেদ ইউসুফ জুয়েল।

গত শুক্রবার সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক সভায় এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ফরম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ করবে। এছাড়াও অ্যালামনাই এসোসিয়েশনের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। 

অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই কমিটি সদস্য সংগ্রহ করবে। সদস্য সংগ্রহ শেষ হলে একটি পূর্ণাঙ্গ গঠন ও সিরাজগঞ্জ সসরকারি কলেজের ৮০ বছর পূর্তি উদযাপন করবে।

প্রত্যেকের সহযোগিতায় একটি সুন্দর ও সার্থক কমিটি এবং এসোসিয়েশন গঠিত হবে। যার মাধ্যমে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ও বর্তমানদের মধ্যে সম্পর্ক্য সুদৃঢ় হবে।
 
উল্লেখ্য, ১৯৪০ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠিত হলেও ৭৮ বছর হতে চললেও কোনো অ্যালাইনাই এসোসিয়েশন গঠিত হয়নি।

সিরাজগঞ্জ সরকারি কলেজ চালু হওয়ার পর থেকে সাবেক শিক্ষার্থীদের নিয়ে এই এসোসিয়েশন গঠন করা হবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ

আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দিয়েছেন তিনি।
২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর গ্রহণের সিদ্ধান্ত হয়।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুন্দরভাবে যাতে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়া যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যাতে এ পরীক্ষা নিয়ে কোনো প্রকার প্রশ্ন না উঠে।’ তিনি ভুয়া প্রশ্নপত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি ভর্তি পরীক্ষার জন্য ভাল করে পড়াশোনা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Monday, August 7, 2017

সিরাজগঞ্জে কলেজছাত্রীকে গলাকেটে হত্যা

সিরাজগঞ্জে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রাম সাথী খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার (৬ আগষ্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সাথী জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান বাদলের মেয়ে ও শিয়ালকোল আব্দুল্লাহ আলমাহমুদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের এইসএসসি পরীক্ষার্থী।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম জানান, রোববার বিকেলের দিকে মেয়ে সাথীকে বাড়ীতে রেখে পার্শ্ববর্তী ধুকুরিয়া গ্রামে আত্মীয়ের বাড়ী যান সাইদুর রহমান বাদল ও তার স্ত্রী। রাতে বাড়ী এসে তারা দেখেন সাথী কোথাও নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ী থেকে প্রায় একশো গজ দূরের একটি বাঁশঝাড়ে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ভোরে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


Sunday, August 6, 2017

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকারীদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারক লিপি প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করেন জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এ সময় জাতীর পিতার হত্যার সাজা প্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত কার্যকরী ব্যাবস্থা নেওবার আহ্বান জানান ছাত্রলীগের নেতা কর্মীরা।

স্মারকলিপি প্রদানেকালে অরো উপস্থিত ছিলো জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবায়াত রবিন, যুগ্ন সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেন, প্রচার সম্পাদক আশিকসহ জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।

Wednesday, August 2, 2017

ঘরের আপনজনরাই বেঈমানি করলো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে তাদের আপনজনরাই। তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী যা করে নাই, ঘরের আপনজন হয়ে নিয়মিত যাতায়াত করা মানুষরাই জাতির জনককে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর এত কাছ থেকে স্নেহ ভালোবাসা পেয়ে কিভাবে সবাই বেঈমানি করলো?’ রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় দুঃখ ভারাক্রান্ত মনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষ্য, ‘১৫ আগস্ট একটি পরিবারকেই শুধু নয়; বাঙালি জাতির বিজয়, আদর্শ ও চেতনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ হত্যাকাণ্ড যারা ঘটালো তারা প্রতিনিয়ত আমাদের বাসায় যাতায়াত করতো। খুনি ডালিমের স্ত্রী, শাশুড়ি, শ্যালিকা নিয়মিতই আমাদের বাসায় যেতো। খুনি নূর ও আমার ভাই শেখ কামাল ছিল জেনারেল ওসমানীর এডিসি। তারা মুক্তিযুদ্ধের সময় একইসঙ্গে কাজ করেছে। মোশতাকের আত্মীয় খুনি রশিদ খন্দকার। মোশতাক আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন, তিনিও বেঈমানি করেছেন। জিয়াউর রহমানের মেজর থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পায় বঙ্গবন্ধুর হাতে। সেই সময় জিয়ার সঙ্গে তাঁর স্ত্রীর (খালেদা জিয়া) সমস্যা চলছিল। তা সমাধান করেছেন বঙ্গবন্ধু। তারা মাসে দুই-তিনবার আমাদের বাসায় আসতো। সবার সঙ্গে গল্প করতো। খুনি কর্নেল ফারুক বঙ্গবন্ধুর সরকারের অর্থমন্ত্রী মল্লিক সাহেবের শ্যালিকার ছেলে। সংবিধান লঙ্ঘন করে খন্দকার মোশতাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলো। পদন্নোতি দিয়ে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করলো। এতেই প্রমাণ হয় জিয়া জড়িত। তাতে কোনও সন্দেহ থাকে না।’
জিয়াউর রহমানকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘কেউ কেউ নামে মুক্তিযু্দ্ধ করেছে, কিন্তু তাদের হৃদয়ে ঠিকই ছিল পাকিস্তান। তারাই এদেশের সর্বনাশ ডেকে আনে। বাংলাদেশের বিজয় যারা সহ্য করতে পারে নাই, তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে। যেন কারবালার ঘটনা বাংলার মাটিতে ঘটে গেলো। ১৫ আগস্ট বাঙালির জীবনে কালো অধ্যায়। কালো দিবস যদি না আসতো ১০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বে দৃষ্টান্ত হতো।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নই আমাদের একমাত্র লক্ষ্য। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চাই। বঙ্গবন্ধু এ দেশের মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন, কিন্তু কিছুই নিয়ে যাননি। তিনি বলেছিলেন— ‘আমার রক্ত দিয়ে এ মাটির ঋণ শোধ করবো।’ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাঁর লাশ টুঙ্গীপাড়ায় নিয়ে যাওয়া হয়। মানুষজনকে জানাজা পড়তে আসতে দেওয়া হয়নি। ৫৭০ সাবান দিয়ে তাকে গোসল করানো হয়েছিল। সেখানে স্থানীয় রেড ক্রিসেন্ট হাসপাতাল থেকে ত্রাণের কাপড় দিয়ে দাফন হয়েছিল তাঁর। তিনি শুধু দিয়েই গেছেন, নিয়ে গেছেন শুধু ত্রাণের কাপড়।’

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, কৃষক লীগের সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা প্রমুখ।