সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Sunday, April 30, 2017

লাহেরী মোহনপুর ইউপি চেয়ারম্যান শক্তি মির্জা আর নেই

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মির্জা খালিদ ইনতেজার (শক্তি) ঝুলন্ত লাশ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতের কোনো এক সময় সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লার নিজ বাসভবনে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মির্জা খালিদ ইন্তেজার সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জার ছেলে। তিনি উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়ন পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, শক্তি মির্জা শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান। পাশের ঘরে তার সন্তানসহ স্ত্রী ঘুমিয়ে ছিলেন। রোববার সকালে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় শক্তিকে। এ সময় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাসহ জেলা আওয়ামী লীগের নেতারা সদর হাসপাতালে ছুটে যান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রফিক এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Friday, April 21, 2017

কাজিপুর উপজেলার মেঘাই মৌজায় ৫.৫০ একর জমিতে পর্যটন কেন্দ্র এবং মাজইবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া ও মাইজবাড়ী মৌজায় ১২ একর জমিতে ইকোপার্ক

বিস্তারিতঃ- সিরাজগঞ্জে কাজিপুরে মানুষের প্রাণপ্রিয় নেতা মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব গতকাল বৃহস্পতিবার বিকেলে কাজিপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।  কাজিপুর উপজেলার মেঘাই মৌজায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অর্থায়নে ৫.৫০ একর জমিতে পর্যটন কেন্দ্র নির্মাণের জন্য প্রকল্প গৃহীত হয়েছে। প্রকল্প পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম, এম.পি। পর্যটন কেন্দ্রের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে।
এছাড়াও তিনি মাজইবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া ও মাইজবাড়ী মৌজায় পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক প্রায় ১২ একর জমিতে ইকোপার্ক নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যুগ্ম সচিব জনাব মো. শহিদুল ইসলাম স্যার, সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার, সিভিল সার্জন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হামিদ রেজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ (বৃহস্পতিবার) দিনাজপুর থেকে হেলিকপ্টারযোগে বিকেল সোয়া ৫টায় কাজিপুরে পৌছান।
পরিদর্শন শেষে তিনি কাজিপুর রেস্ট হাউজে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

হেফাজতের সাথে আ.লীগের নীতি আদর্শের কোন মিল নেই: মোহাম্মদ নাসিম

সোহাগ লুৎফুল কবিরঃ
নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের যে কোন দাবী অযৌক্তিক মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- সংবিধানে নিরপেক্ষ সরকার বলে কিছু নেই। এ দেশে আর কোন দিন অনির্বাচিত সরকারের অধিনে নির্বাচন হবে না। বিএনপিকে চক্রান্ত ষড়যন্ত্রের পথ পরিহার করে  সুষ্ঠু নির্বাচনের পথে ফিরে আসার আহবান জানিয়ে তিনি আরো বলেছেন কোন চক্রান্তই সফল হবে না।

নির্বাচনে বিজয়ের জন্য হেফাজতের সাথে সরকারের সখ্যতা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এও বলেছেন- আওয়ামীলীগ তার দলীয় নীতি আদর্শ নিয়ে জনগণের জন্য কাজ করে যাচ্ছে। হেফাজতের সাথে আওয়ামীলীগের নীতি আদর্শের কোন মিল নেই। বরং বিএনপি হেফাজতকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রের পথে পা দিয়েছিল।

কোন দল নির্বাচনে এলো কী না এলো তা দেকার কোন সুযোগ নেই। এদেশের মানুষ আর হরতালের নামে অরাজকতা ও অশান্তি চায় না। তিনি শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেছেন।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে উন্নয়ন বিষয়ক সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাঃ মনজুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পৌরসবার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পল্লী বিদ্যুতের জিএম আজাহার আলী, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিডি ডাঃ বাকির হোসেন, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক শাহিন হাসান সহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ মত বিনিময় সভায় নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন। সবা সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)শামীম আলম । মন্ত্রী এর আগে কাজীপুরে আর আই এম ডিগ্রী কলেজের এবং সীমান্ত বাজারে আইএইচটি ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করে পবিত্র জুমার নামায আদায় করেন সীমান্ত বাজার জামে মসজিদে। সেখানে তিনি মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করে সীমান্ত বাজারে নার্সিং কলেজ স্থাপন এবং যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জঙ্গী দমন এবং দেশের সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতার কথা উল্লেখ করে  স্বাস্থ্য সেবা, বিদ্যুত, শিক্ষা, সার বীজসহ কৃষি এবং খাদ্য উৎপাদনে বাংলাদেশের সফলতা বিশ্বে প্রশংসিত হয়েছে উল্লেখ করে বলেছেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের সাথে ভাল াআচরণ ও মন জয় করেই আওয়ামীলীগ আবার বিজয় লাভ করবে। শেখ হাসিনা উন্নয়নের নেত্রী উলে¬খ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উদপাদনসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।

Wednesday, April 12, 2017

সিরাজগঞ্জ যুবলীগের সম্মেলন স্থগিত, নেতাকর্মীদের ক্ষোভ

সিরাজগঞ্জ: জেলা যুবলীগের সম্মেলন স্থগিত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। আগামী (১৫ এপ্রিল) শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার বিকেলে সম্মেলন স্থগিত হওয়ার তথ্য নিশ্চিত করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জেলা যুবলীগের সভাপতি মঈনুদ্দিন খান চীনু।

তিনি জানান, বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মোবাইল ফোনে অনিবার্য কারণবশত এ সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

ইতোমধ্যে সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছিলো। আজকে চলছিলো মঞ্চ তৈরির কাজ। সম্মেলন ঘিরে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় উৎসক মুখর পরিবেশ ছিলো দলীয় নেতাকর্মীদের মাঝে। সম্মেলন স্থগিতের ঘোষনায় তাদের মাঝে হতাশা লক্ষ করা গেছে।

সিরাজগঞ্জ জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান জানান, সর্বশেষ ২০০৭ সালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১০ বছর পর গত বছর দু’দফায় সম্মেলনের তারিখ ঘোষণা হয়। কিন্তু নির্ধারিত তারিখের আগমুহূর্তেই ওই সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।  বার বার সম্মেলন স্থগিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Saturday, April 8, 2017

সিরাজগঞ্জ জেলা যুবলীগকে শক্তিশালী করতে তৃণমুলের দাবী হাকিম-জুয়েল পরিষদ

আগামী ১৫ এপ্রিল সিরাজগঞ্জে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষকী সম্মেলনে জেলা যুবলীগকে শক্তিশালী করতে হাকিম-জুয়েল পরিষদকে ভোট দিন। বিএনপি-জামাত শিবিরকে প্রতিহত করতে আন্দোলন সংগ্রাম সঠিক নেতৃত্বে বেছে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় জননেত্রী শেখ হাসিনার সরকার গঠনে ভোটের মাধ্যমে হাকিম-জুয়েল পষিদকে ভোট দিয়ে জেলা যুবলীগকে কার্যকরী ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলুন।

শনিবার বিকালে হোসেনপুর ১১নং ওয়ার্ড যুবলীগ আয়োজিত মতবিনিময় সভায় বৃক্ততায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বক্তরা আরো বলেন, সিরাজগঞ্জ জেলা যুবলীগকে শক্তিশালী করতে হাকিম-জুয়েলকে এখন প্রয়োজন।

১১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সভাপদি পদপ্রার্থী এ্যাডঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম জিহাদ, ১১নং ওয়ার্ডআওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্যানেল মেয়র ২ গোলাম মোস্তফা, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম বিটু, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসলাম, জেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুনুর রহমান মামুন, যুবলীগ নেতা, সাগর, আরিফ, পুলক প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম টাবু, যুবলীগ নেতা হান্নান, হাফিজুল,  সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টি এম কামালসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতা কর্মীর্গণ।