Thursday, January 14, 2016

সিরাজগঞ্জে নবনির্বাচিত মেয়রদের গণসংবর্ধনায় স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নবনির্বাচিত মেয়রদের গণসংবর্ধনায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে আওয়ামীলীগের অধীনে আবারও সংসদ নির্বাচন হবে।
সেই নির্বাচনের আগে আগামী ৩ বছর আমরা দেশকে সাজাতে চাই, উন্নয়ন করতে চাই। এজন্য (খালেদা জিয়া) আপনার সহযোগিতা প্রয়োজন। আন্দোলনের নামে আর নৈরাজ্য করবেন না। এগুলো বন্ধ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। জাতির কাছে ক্ষমা চান। জাতি ক্ষমা করলে হয়তো আপনাদের বর্তমান অবস্থার পরিবর্তন হতে পারে।
বুধবার বিকেলে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে জেলা আওয়ামীলীগের উদ্যোগে নবনির্বাচিত জেলার ৬টি পৌরসভার মেয়রদের সংবর্ধনা সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
সভায় শীঘ্রই সিরাজগঞ্জ শহরের মধ্যদিয়ে ফোরলেন সড়ক নির্মান, কাটাখালির সংস্কার, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মানের পাশাপাশি সিরাজগঞ্জ জেলাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন মোহাম্মদ নাসিম। এজন্য আগামী ২১ জানুয়ারী ও ১০ ফেব্রুয়ারী ৬ জন মন্ত্রী সিরাজগঞ্জে আগমনের কথা জানিয়ে উন্নয়নের প্রশ্নে সিরাজগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী। এরআগে সবার শুরুতে নবনির্বাচিত ৬টি পৌরসভার মেয়রদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গাজী ম, ম আমজাদ হোসেন মিলন এমপি, প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, তানভীর ইমাম এমপি, নারী এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট আবু ইউসূফ সূর্য্য, সিরাজগঞ্জ সদর পৌরসভার নব নির্বাচিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও বেলকুচি পৌরসভার নব নির্বাচিত মেয়র বেগম আশানুর বিশ্বাস বক্তব্য রাখেন।

0 comments:

Post a Comment