সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Saturday, January 30, 2016

প্রতারণার দায়ে শিল্পী ফারদিন আটক

সিরাজগঞ্জ: পুলিশ কর্মকর্তাসহ সাধারণ মানুষকে নানাভাবে প্রতারণার অভিযোগ সিরাজগঞ্জে সঙ্গীত শিল্পী ও আয়মান প্রোডাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাল ফারদিনকে (৩২) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে শহরের মুজিব সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।  তিনি ঢাকার নিউ মার্কেট থানার হাজারীবাগ ১৩/২ এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ঢাকা মহানগর দক্ষিণ শাখার সমন্বয়ক।
তিনি সিরাজগঞ্জ শহরের মাছিমপুর মহল্লার মৃত খোরশেদ আলমের মেয়েকে বিয়ের পর থেকে ঢাকা ও সিরাজগঞ্জ উভয় স্থানেই বসবাস করেন।
এ তথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে জানান, মাসুম বিল্লাল ফারদিন পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও শতাধিক সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারিত এসব মানুষের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটকের পর তার কাছ থেকে সংবাদপত্র ও মানবাধিকার সংগঠনের মোট চারটি পরিচয়পত্র পাওয়া গেছে। এসব পরিচয়পত্রে জানা যায়, তিনি দৈনিক দেশকাল পত্রিকার স্টাফ রির্পোটার, দৈনিক গণজাগরন পত্রিকার কালচারাল রির্পোটার, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন সংগঠন ঢাকা জিগাতলা শাখার ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন।
ওসি আরও বলেন, রাতে তাকে থানা হেফাজতে রেখে আগামীকাল ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হবে।
এ সময় আটক মাসুম বিল্লাল ফারদিন তার বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ স্বীকার করে বলেন, প্রতারণা করার কারণে ২০১১ সালে আমি নওগাঁয় নয় মাস হাজত খেটেছি। সরকারি-বেসরকারি লোকজনের কাছ থেকে তাদের বিভিন্ন কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকাগুলো নিয়েছিলাম। কিন্তু কাজ করে দিতে না পারায় তারা আমার নামে প্রতারণার অভিযোগ দিয়েছে।
বিভিন্ন সংবাদপত্রের পরিচয়পত্র বিষয়ে তিনি বলেন, আমি সাংবাদিকতা করি না। কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে দৈনিক দেশকাল পত্রিকার কার্ড নিয়েছি। দৈনিক গণজাগরন পত্রিকা বিনা টাকায় আমাকে কার্ড দিয়েছে। আয়মান প্রোডাকশনের ব্যানারে ভিডিও এবং অডিও গানের কয়েকটি এ্যালবাম বের করেছেন বলেও জানান তিনি।

সরকারী চাকুরীরর বয়স বাড়ানোর দাবিতে অবরোধ, বিক্ষোভ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবিতে বিক্ষোভ করেছে কয়েকশ চাকরিপ্রার্থী। শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করা তারা। এতে ওই এলাকায় যান চলাচল হয়ে যায়। ফলে ছুটির দিনেও চরম ভোগান্তিতে পরে সাধারণ মানুষ।
পরে পুলিশ ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের মূল রাস্তা থেকে সরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদ’ ব্যানারে কয়েকশ শিক্ষার্থী বিকালে শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নেন। পরে বেলা ৪টার দিকে তারা শাহবাগ মোড়ে চলে এলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আন্দোলনকারীদের একজন নেতা সেখানে বলেন, সরকার অবসরের বয়সসীমা বাড়িয়ে ৫৭ বছর থেকে ৫৯ বছর করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য ৬০ বছর করা হয়েছে। শিক্ষকদের ৬৫ বছর ও বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর করা হয়েছে।
“অথচ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সেই ৩০ বছরই রাখা হয়েছে। এতে দিন দিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।”
বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের কারণে একজন শিক্ষার্থীর লেখাপড়া শেষ করতেই চাকরিতে ঢোকার বয়স ফুরিয়ে আসে অভিযোগ করে এই সীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানান তিনি।

মাত্র একটি পাতা স্ট্রোক, ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমাবে

জলপাইয়ের তেলের গুণের কথা তো প্রায় সবাই জানি। তবে জানেন কি জলপাই গাছের পাতারও রয়েছে জাদুকরি উপকারিতা? প্রাচীন সংস্কৃতিতে বিভিন্ন রোগ নিরাময়ে এটি ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক সময়ের গবেষণাগুলোতেও এটি ব্যবহারের ইতিবাচক দিকগুলো উঠে এসেছে।
মূলত ফিটোকেমিক্যাল নামক উপাদান থেকে সব স্বাস্থ্যকর গুণের শুরু। ফিটোকেমিক্যাল পাওয়া যায় গাছগাছালি বা উদ্ভিদের মধ্যে। কীটপতঙ্গ থেকে এটি গাছপালাকে সুরক্ষা দেয়। যখন আমরা সেই গাছের লতাপাতা খাই, ফিটোকেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়।
জলপাইয়ের পাতার মধ্যে অলিওরোপিয়েন নামক এক ধরনের ফিটোকেমিক্যাল পাওয়া যায়। এর রয়েছে বিভিন্ন উপকারিতা যা স্বাস্থ্যের জন্য ভালো।
বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড এবং রিয়েল ফার্মেসি ডট কম জানিয়েছে জলপাইয়ের পাতার বিভিন্ন উপকারিতার কথা।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
জলপাইয়ের পাতার মধ্যে থাকা অলিওরোপিয়েন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটি রক্তনালিকে শিথিল করতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, অনিয়মিত হৃদস্পন্দন কমায়। এ ছাড়া করনারি আর্টারিতে রক্ত চলাচল ঠিক রাখতে কাজ করে।
ডায়াবেটিস গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের পাতা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ‘টাইপ টু’ ডায়াবেটিস প্রতিরোধ করে। জলপাইয়ের পাতা শরীরের স্বাস্থ্যকর টিস্যুগুলোকে সুরক্ষা দেয়। ক্যানসার প্রতিরোধ করেbজলপাইয়ের পাতার নির্যাস স্তন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এটি ক্যানসার তৈরিকারী কোষ বৃদ্ধিতে বাধা দেয়। এ ছাড়া টিউমারের বৃদ্ধিও কমিয়ে দেয়।
নিউরোপ্যাথি জলপাইয়ের পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটোরি উপাদান। এটি মস্তিষ্ককে সুরক্ষা দেয়; কেন্দ্রীয় স্নায়ু পদ্ধতিকে স্ট্রোকের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখে। এ ছাড়া এটি প্রবীণ বয়সের পারকিনসন এবং স্মৃতিভ্রম রোগও প্রতিরোধ করে। অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান জলপাইয়ের পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টিব্যাকেটিরিয়াল উপাদান। এটি বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এ ছাড়া এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এটি ফ্রি র্যাডিকেল প্রতিরোধ করে। জলপাইয়ের পাতা প্রদাহ থেকে রেহাই দেয়।
হাড়ের গঠন ২০১১ সালে স্পেনে একটি গবেষণার ফলাফলে বলা হয়, অলিওরোপিয়েন হাড়ের ঘনত্ব কমে যাওয়া প্রতিরোধ করে। হাড় ক্ষয় রোগের সঙ্গে লড়াই করে। এ ছাড়া এই পাতা হাড় তৈরিকারী কোষকে তৈরি হতে উদ্দীপ্ত করে। একে মোটামুটি নিরাপদ খাবারই বলা যায়। জলপাইয়ের পাতার নির্যাস তরল আকারে বা শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন। জলপাইয়ের পাতার চা বানিয়েও খেতে পারেন।
তবে যদি কেউ কেমোথেরাপি নেয়, এটি না গ্রহণ করাই ঠিক হবে। আর সবচেয়ে ভালো উপায় হলো, যে কোনো কিছু গ্রহণের আগে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া।

Thursday, January 28, 2016

সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা

সিরাজগঞ্জ: সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে, জ্বলবে আলো ঘরে ঘরে-এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির প্রথম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে শিয়ালকোল পল্লী বিদ্যুৎ সমিতির অফিস মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পল্লীবিদ্যুৎ সমিতি সিরাজগঞ্জ বোর্ডের সভাপতি খোরশেদ আলম।
সভায় বক্তব্য রাখেন, পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আজাহার আলী, ডিজিএম সুলতান নাজিমুল হক, ডিজিএম বেলকুচি মিজানুর রহমান, সমিতির বোর্ডের সহ-সভাপতি মহর আলী শেখ, সচিব আব্দুল হাই, পরিচালক ছালাম তালুকদার, আলেয়া খাতুন, আয়েশা সিদ্দিকা ও রুনা লায়লা প্রমুখ।
সবশেষে শ্রেষ্ঠ গ্রাহকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শাহজাদপুরে তিনদিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০১৬ এর উদ্ভোধন

নিহাল খানঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে  ভূমি সেবা সপ্তাহ-২০১৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।সেবা সপ্তাহ উপলক্ষে "ডিজিটাল দেশ গড়ি সরকারি রাজস্ব আদায় করি " স্লোগানসহ বিভিন্ন স্লোগানের মাধ্যমে   (২৭ -২৯ জানুয়ারি ) পর্যন্ত  তিনদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলাতে নাগরিকদের ভূমি সংকান্ত  সেবাও সহায়তা প্রদানের জন্য মোট ১৪ টি স্টল বসানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টায় পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম আহমেদ এর সভাপতিত্বে বেলুন উড়িয়ে  উক্ত ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব বিল্লাল হোসেন।অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতাপ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা  সহকারী কমিশনার (ভুমি) জনাব আরিফুজ্জামান। এছাড়া অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা সাব রেজিস্টার  জনাব ইলিয়াস হোসেন,  শাহজাদপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রেজাউল হক, শাহজাদপুর প্রেস ক্লাব এর সভাপতি বিমল কুমার কুন্ডু, বিশিষ্ট শিক্ষাবিদ আজিজ রহমান।  উদ্ভোধনি অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও কবিতা আবৃতি করে শাহজাদপুরের  স্থানীয় শিল্পীবৃন্দ।

এনায়েতপুর-চৌহালীতে অছাত্র ও বিবাহিতদের দিয়ে চলছে ছাত্রলীগ ও ছাত্রদলের কার্যক্রম

অনলাইন সংগ্রহঃ
সিরাজগঞ্জের এনায়েতপুর ও চৌহালী উপজেলা ছাত্রলীগ ও ছাত্রদলের কমিটি গঠনের এক যুগ পেড়িয়ে গেছে। দলীয় কার্যক্রম চলছে বিবাহিত ও অছাত্রদের দিয়ে। এতে সাধারন ছাত্ররা রাজনীতি বিমুখ হয়ে পড়েছে। ফলে দু’টি দলের ছাত্র সংগঠনের সাংগঠনিক কার্যক্রম চলছে ডিমেতালে। সম্মেলনের মাধ্যমে মেধাবী ও তরুনদের হাতে ছাত্র রাজনীতির দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছেন সাধারন শিক্ষার্থীরা।
দলীয় একাধিক সুত্রে জানা যায়, ২০০৭ সালে এনায়েতপুর থানা ছাত্রলীগের প্রথম সম্মেলনে নাসিরুল ইসলাম সভাপতি ও আলমগীর হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়। ২০০৯ সালে আলমগীর হোসেন ঢাকায় চাকুরি নেয়ায় তৎকালীন জেলা কমিটির সর্বসম্মতিক্রমে মনিরুল ইসলাম মোন্নাফকে সাধারন সম্পাদক পদে মনোয়ন দেয়। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি দিয়ে ১০ বছর ধরে চলছে থানা ছাত্রলীগের কার্যক্রম। সভাপতি ও সম্পাদক সহ অধিকাংশ নেতাকর্মী বিবাহিত ও অছাত্র। তাদের অনেকে বর্তমানে সন্তান, পরিবার-পরিজন, ব্যবসা-বানিজ্যসহ চাকুরি নিয়ে ব্যস্ত রয়েছেন। যে কারনে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম অনেকটাই ঝিমিয়ে পড়েছে। সম্মেলনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনের দায়িত্ব তরুণ নেতৃত্বের হাতে তুলে দেয়ার দাবি জানিয়েছেন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম সিরাজ।
এদিকে রাজনৈতিক মাঠের প্রধান বিরোধী দল বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদলের এনায়েতপুরে সাংগঠনিক কোন কার্যক্রম নেই বললেই চলে। ২০০৪ সালের সম্মেলনে সাইফুল মিঠু সভাপতি ও সোহল রানাকে সাধারন সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। বর্তমানে মিঠু তার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত ও সোহেল রানা সম্প্রতি আওয়ামীলীগে যোগদান করেছেন। তবে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ২০১৩ সালে জামিল হোসেনকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম রাজকে সিনিয়র যুগ্নআহ্বায়ক করে এনায়েতপুর থানা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করেন। এরপর পেড়িয়ে গেছে ৩ বছর। আহ্বায়ক ও যুগ্নআহ্বায়কের মধ্যে দলীয় কোন্দলের কারণে এখনো হয়নি পূর্নাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। এরা দুজনই বিবাহিত। অনেক আগেই ছাত্রত্বের পাঠ চুকিয়ে পরিবার ও ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত আছে। যে কারনে ছাত্রদলের প্রতি অনিহা দেখা দিয়েছে সাধারন ছাত্রদের। ছাত্রদলের উদ্যোগে সরকার বিরোধী কোন কর্মসূচী এনায়েতপুরে পালিত হয় না। দলকে গোছাতে ও আগামী দিনে সরকার পতনের আন্দোলন সংগ্রামে বলিষ্ট ভূমিকা রাখতে দ্রুত তারুণ্য নির্ভর শক্তিশালী একটি পুনাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিতে জেলা ছাত্রদলের দৃষ্টি আকর্ষন করেছেন থানা বিএনপি সভাপতি ও চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী।
এদিকে জেলার নদী ভাঙন কবলিত চৌহালী উপজেলায় ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে সভাপতি পদে ফারুক সরকার ও সম্পাদক পদে মাসুদ রানা সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর পর ১ যুগপার হলেও হয়নি ছাত্রলীগের সম্মেলন। ২০১৩ সালে ফারুক সরকার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদাক নির্বাচিত হয় এবং মাসুদ রানা দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনোনিত হওয়ার পর থেকে ঐতিহ্যবাহী এ সংগঠনটি অনেকটাই নেতৃত্ব শুণ্য হয়ে পড়ে। বর্তমানে চৌহালীতে ছাত্রলীগের দায়িত্ব পালন নিয়ে সৃষ্টি হয়েছে ধুয়াশার।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদাক ফারুক সরকার বলেন, আমি ছাত্রলীগের সভাপতি পদে থেকেই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হই। এরপর কোন সম্মেলন হয়নি, দায়িত্বও কাউকে বুঝে দেয়া হয়নি। তবে নিজেকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দাবি করে আবু দাউদ সরকার বলেন, আমি দায়িত্ব পাবার পর থেকে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নতুন কমিটি গঠনের কার্যক্রম চলিয়ে যাচ্ছি। জেলা ছাত্রলীগের সহযোগিতা পেলে নতুন সম্মেলনে দলের ত্যাগী নেতারাই দায়িত্ব আসবে বলে আশা করেন তিনি। এদিকে ভারপ্রাপ্ত সভাপতি আবু দাউদ ও সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ কমিটির বেশির ভাগ নেতাই বিবাহিত এবং অছাত্র বলে জানা গেছে।
অন্য দিকে ১২ বছর ধরে চৌহালী উপজেলা ছাত্রদলের কোনো সম্মেলন হচ্ছে না। ফলে নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২০০৪ সালে উপজেলা ছাত্রদলের সভাপতি পদে বকুল সিকদার ও সাধারন সম্পাদক পদে শহিদুল ইসলাম সরকারসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ ২ বছর হলেও অদ্যাবধি নতুন কমিটি গঠন করা হয়নি। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদের নেতারাই বিবাহিত। তারা এখন নিজেদের ব্যবসা-বাণিজ্য, ঠিকাদারি, চাকরি ও সংসার নিয়ে এলাকার বাইরে বসবাস করছেন। তবে ২০১১ সালে আমিনুল ইসলামকে আহ্বায়ক ও হাবিবুর রহমান হাবিবকে যুগ্নআহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু চৌহালীতে তাদের কোন তৎপরতা নেই। এ কারনে চৌহালীতে অকেনটাই নিস্ক্রিয় ছাত্রদলের সাধারন কর্মী ও সমর্থকেরা।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও জেলা ছাত্রদলের যুগ্নআহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস নিজ নিজ সংগঠনের অবস্থান ভাল দাবি করে বলেন, খুব দ্রুততম সময়ের মধ্যে উপজেলা ও থানা কমিটি গঠনের জন্য সম্মেলনের তারিখ ঘোষনা করা হবে। দলের নিয়ম মেনে ত্যাগী ও মেধাবীদের প্রাধাণ্য দিয়ে নতুন নেতৃত্ব তৈরী করা হবে।

Tuesday, January 26, 2016

পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাটের ১৬ মেয়র ও ২০৭ কাউন্সিলরদের শপথ গ্রহণ

সোমবার ২৫.০১.২০১৬
রাজশাহীর বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ মনির হোসেন আনুষ্ঠানিক ভাবে তাদের এই শপথ বাক্য পাঠ করান। রাজশাহীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাটের ১৬ মেয়র ও ২০৭ কাউন্সিলরদের শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহীর স্থানীয় সরকার অধিদপ্তরের পরিচালক আমিনুর ইসলাম, উপ-পরিচালক শাওগাতুল আলম, রাজশাহী মহানগর পলিশের উপ পুলিশ কমিশনার তানভির হায়দার চৌধুরী, জয়পুর হাটের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহম্মদ হোসন, পাবনার স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুর রফিক ও সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক শামসুজ্জামান। পাবনা জেলার ৭ জন মেয়র সিরাজগঞ্জের ৬ মেয়র এবং জয়পুর হাটের তিন মেয়র শপথ গ্রহণ করেন। এছাড়াও পাবনা জেলার সাধারন কাউন্সিলর ৬৯ জন ও সংরক্ষিত ২৩ জন, সিরাজগঞ্জের ৬০ জন সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত ১৯ জয়পুর হাটের সাধারন ২৭জন এবং সংরক্ষিত ৯ জন শপথ গ্রহণ করেন।

এ বছরে পাঁচটি গ্রহণ হবে বিজ্ঞান ও প্রযুক্তি

২০১৬ সালে সব মিলিয়ে ৫টি সূর্য ও চন্দ্র গ্রহণ হবে। এর মধ্যে দু’টি গ্রহণ দেখা যাবে ভারতবর্ষ থেকে। সবচে কাছের সূর্য গ্রহণটি হবে ৯ মার্চে। এই সূর্য গ্রহণ দেখা যাবে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। অথাৎ বাংলাদেশ থেকেও এই সূর্য গ্রহণের দেখা মিলতে পারে।
এরপর ২৩ মার্চে রয়েছে একটি চন্দ্রগ্রহণ। তবে এটি ভারত থেকে দেখতে পাওয়া যাবে না। ১৮ আগস্টে রয়েছে আরও একটি চন্দ্রগ্রহণ। ১ সেপ্টেম্বরও চন্দ্রগ্রহণ হবে। এই দু’টির কোনওটিই ভারতবর্ষ দেশ থেকে দেখতে পাওয়া যাবে না।
সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ হবে ১৬ সেপ্টেম্বর। আর এটার সাক্ষী হবে ভারত, বাংলাদেশসহ অনেক দেশ।

Tuesday, January 19, 2016

সিরাজগঞ্জ জেলার ঐতিহাসিক ইমারত “শাহজাদপুরে দুই গম্বুজবিশিষ্ট বদর উদ্দিনের মসজিদ

নিহাল খান ,শাহজাদপুরঃ সিরাজগঞ্জঃসিরাজগঞ্জ জেলার ঐতিহাসিক ইমারতগুলোর মধ্যে শাহজাদপুর উপজেলার তিন শতাধিক বছরের পুরাতন বদর উদ্দিনের মসজিদটি একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। স্থাপত্য শিল্পের দিক থেকে এর রয়েছে ভিন্নমাত্রিক গৌরব। এ মসজিদটি ভুমি নকশায় আয়তাকার এবং দুই গম্বুজবিশিষ্ট ইমারত।
মসজিদটির বাইরের দিক থেকে দৈঘ্য ৯.৩৯ মিটার এবং প্রস্থ ৬.০৭ মিটার। মসজিদটির অভ্যন্তরের দৈঘ্য ৭.৩১ মিটার এবং প্রস্থ ৩.৫৫ মিটার। মেঝে থেকে ছাদ পর্যন্ত এ মসজিদের উচ্চতা ৫.৮৯ মিটার। সমগ্র বাংলায় বদর উদ্দিনের মসজিদের ন্যায় এ ধরনের দুই গম্বুজবিশিষ্ট মসজিদ আর দ্বিতীয়টি পরিলক্ষিত হয় না। তবে মালদার (পশ্চিমবংগ ১৫৯৫-৯৬ সনে নির্মিত) দুই গম্বুজবিশিষ্ট জামে মসজিদের নাম করা যায়। কিন্তু মালদার দুই গম্বুজবিশিষ্ট মসজিদ বদর উদ্দিনের মসজিদ থেকে ভিন্ন প্রকৃতির। কারণ মালদার মসজিদে তিন ‘বে’ যা বদর উদ্দিনের মসজিদে নেই। বদর উদ্দিনের মসজিদের সামনের ফাসাদে ৩ টি দরজার সোজাসুজি কিবলা দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে এবং কেন্দ্রীয় মেহরাবের পেছনে কেবলা দেয়ালে বাইরের দিকে সম্প্রসারিত করা আছে। মসজিদের পূর্ব ফাসাদে মোট ৩ টি খিলানবিশিষ্ট প্রবেশ পথ এবং পশ্চিম দেয়ালে মোট তিনটি মেহরাব আছে।
উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে জালি নকশা সম্বলিত গবাক্ষ আছে। অন্যান্য সকল মসজিদ থেকে ভিন্নভাবে এ মসজিদের জুল্লা সমান দুই ভাগে বিভক্ত, কিন্তু মেহরাব এখানে ৩ টি। দুটি গম্বুজ কলসচূড়া যুক্ত এবং শীর্ষদেশ পদ্মফুলের সজ্জায় অলংকৃত। এ মসজিদের সর্বত্রই চর্তুকেন্দ্রিক খিলানরীতি অনুসৃত হয়েছে। মসজিদের অভ্যন্তরে দণ্ডায়মান কোনো স্তম্ভ নেই। বদর উদ্দিনের মসজিদটি সম্পুর্ণ ছোট ছোট পাতলা ইট চুন-সুরকি দ্বারা নির্মিত। এ মসজিদে কোনো মিনার নেই। মসজিদে আবিষ্কৃত শীলালিখনটি সাধারণ নিয়ম অনুযায়ী বিসমিল্লাহ দিয়ে আরম্ভ না করে কলেমা তৈয়বা দিয়ে ব্যতিক্রমীভাবে লেখা শুরু হয়েছে। এই শীলালিপির ভাষা ফারসি।
নির্মাতা বদর উদ্দিনের পরিচয় যাই থাকুক না কেন, তিনি একজন উচ্চাভিলাষী ও ধার্মিক মুসলিম ছিলেন। তিনি তার এই শীলালিপিতে পুনরায় কলেমা তৈয়বা লেখার রীতি প্রবর্তন করেন,যা অনেক আগেই লুপ্ত হয়ে যায়। শীলালিপির বামদিকে উপরের অংশে চার খলিফার নাম এবং শীলালিপি তৈরির সময় যে শাসক ছিলেন, তার নাম মোহাম্মদ শাহ্ উৎর্কীণ হয়েছে। এই শীলালিপিটি সাধারণ কোনো শীলাখন্ডে লিখিত নয়। এটা একটা বিরল টেরাকোটা ফলোকলিপি। বদর উদ্দিনের মসজিদের অদূরেই করোতয়া নদীর তীরে অবস্থিত বড় আকৃতির দিক থেকে মখদুমিয়া জামে মসজিদের (দরগাপাড়া)সাথে তুলনা করে ছোট মসজিদ বলেও অভিহিত করা হয়।
মসজিদটি শাহজাদপুর থানার পাশে ছয়আনিপাড়ায় অবস্থিত বলে,ছয়আনিপাড়া মসজিদ নামে বেশি পরিচিত। নির্মাতার নাম অনুসারে মসজিদটি স্থানীয়ভাবে বদর উদ্দিনের মসজিদ নামেও খ্যাত। মসজিদের পূর্ব দেয়ালের বাহিরে উৎকীর্ণ সন হতে দেখা যায়,মসজিদটি হিজরি ১১০১ সনে স্থাপিত হয় এবং তারিখযুক্ত শীলালিপি হতে দেখা যায় যে, ধর্মপ্রাণ বদর উদ্দিনের প্রচেষ্টায় এ মসজিদের নির্মাণ কাজ ১১৫১ হিজরিতে সমাপ্ত হয়। সামগ্রিক পর্যালোচনায় বদর উদ্দিনের মসজিদটি বাংলায় মুগল স্থাপত্যের পতনের যুগে দুই গম্বুজবিশিষ্ট ও বিরল টেরাকোটা শীলালিপির একটি ব্যতিক্রমধর্মী মসজিদ স্থাপত্য নিদর্শন।

Sunday, January 17, 2016

সিরাজগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ ও কাজিপুরে পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৬ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকা ও কাজীপুরের গান্ধাইল রতনকান্দি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পৌর এলাকার মুজিব সড়ক এলাকার গাজী ফজলুর রহমান খানের ছেলে ইমরান খান (২৪), সদর উপজেলার কুষাহাটা এলাকার আবুল কালাম আজাদের ছেলে ইউসুফ আলী (২৩) ও কুড়ালিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে কাজী মো. রুবেল (২৩)।
রোববার (১৭ জানুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ১ হাজারা পিস ইয়াবা, ৪টি মোবাইল সেটসহ ৩ জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।