Sunday, April 26, 2015

সিরাজগঞ্জে চারতলা ভবন হেলে পড়েছে

ভূমিকম্পের প্রভাবে হেলে
পড়েছে সিরাজগঞ্জ শহরের একটি চারতলা
ভবন। ভবন হেলে যাবার খবর শহরে ছড়িয়ে
পড়ায় শত শত লোক ওই এলাকায় ভিড় করছে।
নিরাপত্তার কারণে আবাসিক এলাকার মূলগেটে
পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে
শহরের মুজিব সড়কের সনি আবাসিক এলাকায় এ
ঘটনা ঘটে।
অনুমোদনহীন চারতলা ভবন হেলে পড়ার
পাশাপাশি চারতলার দেয়ালে ফাটলও ধরেছে
বলে জানা গেছে। এ ঘটনায় ওই ভবনসহ
আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ
করছে।
সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী
আবুহেনা মোস্তফা কামাল সনি আবাসিক এলাকার
বিল্ডিংটি পরিদর্শন শেষে বাংলানিউজকে জানান,
ভূমিকম্পে বিল্ডিংটি পূর্ব দিকে একটু গেলে
গেছে। ভূমিকম্পে নাকি অন্য কারণে এমন
হয়েছে সেটি রিডিং মেশিন দিয়ে পরীক্ষা
করে দেখা হবে।
তিনি আরো জানান, ২০০২ সালে প্রবাসী শহিদুল
ইসলাম বিল্ডিংটি নির্মাণ করেছেন। নির্মাণের
ক্ষেত্রে পৌরসভা থেকে তিনি কোনো
প্লান বা অন্য কোনো বিষয়ে অনুমোদন
নেয়নি।
এদিকে, রোববারও ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে
সঙ্গে অফিস-আদালতে কর্মরত কর্মকর্তা-
কর্মচারী, বসতবাড়ি ও স্কুল-কলেজের ছাত্র-
ছাত্রী ও সব শ্রেণী পেশার মানুষ রাস্তায়
নেমে আসে।
এছাড়াও কাজিপুর সোনামুখী স্কুলে আতঙ্কে
তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৪/৫ জন
স্কুলছাত্র আহত হয়েছে। আহতদের
স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে
বলে জানা গেছে।

0 comments:

Post a Comment