Wednesday, April 1, 2015

সিরাজগঞ্জে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, ২৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও ৪শ’ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জে একটি প্রাইভেটকারে তল্লাশি
চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, ২৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও
৪শ’ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে
পুলিশ।
আটক যুবকরা হলেন-নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দ্বীন
ইসলাম (৩০) ও ঢাকার মোহাম্মদ আলী (৩২)।
বুধবার (০১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু
পশ্চিম গোল চত্বর এলাকা থেকে অস্ত্র, গুলি ও
ফেনসিডিলসহ এদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম
গোল চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার
আটক করে তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেটকার থেকে
দু’টি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), ২৯ রাউন্ড গুলি, চারটি
ম্যাগজিন ও ৪শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে
প্রাইভেটকারসহ দ্বীন ইসলাম ও মোহাম্মদ আলীকে
আটক করা হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ হেলালুদ্দিন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে
বলেন, এ ঘটনায় থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।

0 comments:

Post a Comment