Saturday, March 28, 2015

'হরতাল-অবরোধ প্রত্যাহারের শুভবুদ্ধি হওয়ায় অভিনন্দন'

বিএনপির উদ্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল-অবরোধ
প্রত্যাহার করেছেন ভালো খবর। মানুষকে
ভালোবাসুন। মানুষের মন জয় করতে পারবেন।
পুড়িয়ে, মানুষ হত্যা করে কিছুই করতে পারবেন না।
জনগণ ভয়কে জয় করেছে।
রাজধানীর টিকাটুলীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়
প্রাঙ্গণে বিদ্যালয়টির শতবর্ষ পূর্তির সমাপনী
অধিবেশনে শনিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে
তিনি এ সব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, হরতাল-অবরোধের মতো
জ্বালাও-পোড়া কর্মসূচি মানুষ প্রত্যাখ্যান করেছে।
এগুলো প্রত্যাহার করা ছাড়া বিএনপির আর কি করার ছিল?
হরতাল-অবরোধ প্রত্যাহারের শুভবুদ্ধি হওয়ায়
তাদেরকে অভিনন্দন। গণতান্ত্রিক রাজনীতি করতে
হলে এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি বন্ধ করা উচিৎ।
তিনি বলেন, অনেক ঐতিহ্যবাহী স্কুল হারিয়ে যাচ্ছে
অর্থের কাছে। সম্পদশালী ব্যক্তিদের সন্তানরা ওই
সব বিদ্যালয়ে পড়ালেখা করে না। সেখানে তাদের
মেধার বিকাশ হয় কিনা আমরা জানি না। কিন্তু ঐতিহ্যবাহী
স্কুলগুলোতে যারা পড়ে তাদের মেধার বিকাশ হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকেই আমাকে
মেডিক্যাল ভর্তির নাম্বার কমাতে চাপ দিয়েছে। আমি
আপস করিনি। এই শিক্ষার মান আমি কমাতে পারব না।
শিক্ষার ব্যাপারে আপোস হতে পারে না। আপস
হলে সেই জাতি উন্নতি করতে পারে না। মানুষকে
বাঁচানো চিকিৎসকের কাজ।
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সভাপতি শ্রীমৎ স্বামী
অমেয়ানন্দজী মহারাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জয়কালী মন্দির কমিটির
সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার রায় ও ঢাকা
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক
অধ্যাপক রমজুল হক, শ্রীবিজয় কৃষ্ণ সরকার প্রমুখ।

0 comments:

Post a Comment