সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Friday, December 6, 2013

হেনরী বললেন, আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি

গত ৩ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনে 'কপাল পুড়েছে হেনরীর' শিরোনামে খবরের প্রতিবাদ করেছেন মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী। গতকাল এক বিবৃতিতে হেনরী বলেন, আমি সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। দুদকের কাছে দেওয়া কথিত অভিযোগের তদন্ত করে আয়বহিভর্ূত কোনো সম্পদ পায়নি। শত কোটি কেন কোনো টাকাও অনিয়ম বা দুর্নীতি করে উপার্জন করিনি। তিনি বলেন, আমি শুধু সংসদ সদস্য হওয়ার জন্য রাজনীতি করি না। দুর্নীতির কারণে দশম সংসদ নির্বাচনে মনোনয়ন পাইনি বলে যে কথা বলা হয়েছে তা সঠিক নয়। দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনেই আমি নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতি করব। - See more at: http://www.bd-pratidin.com/2013/12/05/30292#sthash.J96wyoxC.nYtMnCP9.dpuf